SUJAN CHAKRABOTY

জলপাইগুড়িতে ‘বইয়ের হাট’ উদ্বোধন সুজন চক্রবর্তীর

রাজ্য জেলা

‘বইয়ের হাট’ উদ্বোধনে সুজন চক্রবর্তী, পীযূষ মিশ্র, সলিল আচার্য

একটি প্রজন্মকে, একটি জাতিকে শেষ করতে তার শিক্ষাকে শেষ করা জরুরি। রাজ্যে তৃণমূল সরকারের আমলে সেটি আরেকবার প্রমাণিত। পশ্চিমবঙ্গের সামগ্রিক ব্যবস্থায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শিক্ষক দুর্নীতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে রাজ্যের সরকার। 
রবিবার জলপাইগুড়িতে একথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন জলপাইগুড়িতে বই বিক্রির বিশেষ উদ্যোগ ‘বইয়ের হাট’ উদ্বোধন করেন তিনি। 
চক্রবর্তী বলেন, ‘‘আজ এসএসসি পরীক্ষা হয়েছে দীর্ঘ ৯বছর পর। আগে ২২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এ বছর ৫ লক্ষ পরীক্ষার্থী। অর্থাৎ শিক্ষিত ছেলেমেয়েরা স্কুল সার্ভিস কমিশনের ওপর ভরসা করতে পারছে না। 
চক্রবর্তী বলেন, অধিকাংশ শিক্ষিত ছেলেমেয়ে কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছেন। আজকে রাজ্য দুষ্কৃতী আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে চেতনা প্রকাশনীর দু’দিনের ‘বইয়ের হাট’ করছে। এখানে এনবিএ প্রকাশনীর নতুন এবং পুরনো বইসহ বিভিন্ন ধরনের বই রয়েছে। 
জলপাইগুড়ির বিশিষ্ট লেখক চারুচন্দ্র সান্যাল, দেবেশ রায়, সমরেশ মজুমদারের মতো লেখকদের উল্লেখ করে ডক্টর সুজন চক্রবর্তী বলেন, জলপাইগুড়ির নিজস্ব সংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে। চা বাগান আজকে ধ্বংসের মুখে। এর বিরুদ্ধে আমাদের সকলকে নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। মার্কসীয় মতাদর্শ শিক্ষার পাশাপাশি সুস্থ-সংস্কৃতি সুস্থ চেতনা গড়ে তোলার অবিরাম সংগ্রামে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিত করেই এগিয়ে চলাই আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রবিবার দুপুরে জলপাইগুড়িতে চেতনা প্রকাশনীর উদ্যোগে দুই দিনের ‘বইয়ের হাট’ সোমবার সারাদিন পর্যন্ত চলবে। এদিন অনুষ্ঠানে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য জিয়াউল আলম, রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, জেলা সম্পাদক পীযূষ মিশ্র সহ নেতৃবৃন্দ। ছিলেন বহু বইপ্রেমী মানুষ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
পীযূষ মিশ্র সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের দিনের ছেলেমেয়েদের মার্কসীয় পত্র পত্রিকা সহ সুস্থ সংস্কৃতি গড়ে তোলার বিভিন্ন লেখক ও প্রকাশনী সংস্থার বইয়ের সাথে পরিচয় করানো এবং বুক স্টলমুখী করার উদ্দেশ্যেই চেতনা প্রকাশনীর দুই দিনের বইয়ের হাটের আয়োজন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন