আগামী ২৩তারিখ চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে মেগা ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে সম্ভবত অধিনায়কত্ব সামলাবেন সূর্যকুমার যাদব। হার্দিক একটি ম্যাচ নির্বাসনের কারণেই দায়িত্ব সামলাবেন সূর্য। ২৩তারিখ আইপিএলের ইতিহাসে দুই সেরা দল একে অপরের মুখোমুখি হবে । মুখোমুখি হবেন ভারতের প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক। ধোনি এবং রোহিত বর্তমানে চেন্নাই এবং মুম্বইয়ের অধিনায়ক না হলেও আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু থাকবেন তারাই। এখনো আইপিএলের ইতিহাসে মোট ৩৭বারের মুখোমুখি সাক্ষাতে মুম্বই জিতেছে ২০ এবং চেন্নাই জিতেছে ১৭বার। দুই দলেরই রয়েছে ৫টি করে ট্রফি। এছাড়াও এই ম্যাচে নজর থাকবে নতুন দুই অধিনায়ক সূর্যকুমার ও ঋতুরাজ গায়কোয়াডের উপরও।
indian premier league
মুম্বইয়ের হয়ে প্রথম ম্যাচে অধিনায়কত্ব সামলাবেন সূর্যকুমার

×
Comments :0