৬০টি দলিত পরিবার যাতে তাঁদের সংস্পর্শে আসতে না পারেন, তাই তালিনাডুর অবিনাশী তালুকের সেভুর গ্রামে ‘অচ্ছুত
টুইটারে সিপিআই(এম) জানিয়েছে, ‘‘ভূমি ও রাজস্ব দপ্তরের উদ্যোগে তামিলনাডুর সেভুর গ্রামের ‘‘অচ্ছুত
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে তিরুপ্পুরে গিয়েছিলেন কানিমোঝি। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন দেবেন্দ্রণ নগরের দলিত বাসিন্দারা। তাঁরা পাঁচিলটি ভেঙে দেওয়ার আবেদন জানান। আবেদন পেয়ে সক্রিয় হন কানিমোঝি। তিনি তিরুপ্পুরের কালেক্টর টি ক্রিস্টুরাজের সঙ্গে ফোনে কথা বলেন। তারপরেই ভূমি ও রাজস্ব দপ্তর সক্রিয় হয় পাঁচিল ভাঙতে।
সেভুর গ্রামের দলিত পরিবারগুলি জানিয়েছে, পাঁচিলটির মোট দৈর্ঘ্য ৫০০ ফুট। দেবেন্দ্রণ নগর থেকে ভিআইপি নগর অবধি গিয়েছে পাঁচিলটি। এই পাঁচিলের ফলে তাঁদের এক প্রান্ত অন্য প্রান্তে ঘুরপথে যেতে হত।
জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে গোটা পাঁচিলটি ভেঙে দেওয়া হবে।
Comments :0