Chopra

ফের পাইপের গর্তে পড়ে শিশু মৃত্যু চোপড়ায়

জেলা

ফের পাইপের গর্তে পড়ে এক শিশু মারা গেলে। জীবন মিশন প্রকল্পের অন্তর্গত একটি পাইপ খনন করা হয়। পাইপ পাতার সেই গর্তে পড়ে মৃত্যু হয় শিশুটির বক্তব্য স্থানীয়দের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বহিতাগছ-বাবুনপাড়া গ্রামে। নিহত ওই শিশুর নাম জুনেইদ আহামেদ(৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় জল প্রকল্পের কাজ চলছে। প্রায় ৬০০ ফুট গভীরে মূল পাইপ রাখা হয়। ওই পাইপের চারপাশের গর্ত ঠিকমতো না বন্ধ করেই ফেলে রাখা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধে নাগাদ বাড়ির পাশে খেলছিল শিশুটি। সেইসময় সে গর্তে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে বিএসএফের গাড়িতে প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে এলাকায়।

এই ঘটনায় কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে কাজ নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে। যদিও এবিষয়ে ওই ঠিকাদারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। স্থানীয় মহম্মদ রাহিমুদ্দিনের কথায়, ঠিকভাবে গর্ত ভরাট না করায় এই বিপত্তি।
প্রসঙ্গত, গত তিন মাস আগে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছে নালায় মাটি চাঁপা পড়ে চার শিশুর মৃত্যু হয়েছিল। তারপরও কারও টনক নড়েনি। ওই ফের শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।

Comments :0

Login to leave a comment