Shot in Kamarhati

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি কামারহাটিতে

রাজ্য

তৃণমূলের দুই দুষ্কৃতী গোষ্ঠীর রেষারেষির জেরে বৃহষ্পতিবার দিন দুপুরে গুলি চলে কামারহাটির ষষ্ঠীতলা অঞ্চলে। কাল্লু নামে এক গোষ্ঠীর কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কাল্লু ওরফে আসিফের হাতে ও পায়ে গুলি লেগেছে। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রক্তক্ষরণ তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় প্রভাবশালী তৃণমূল কর্মী বলে পরিচিত কাল্লু। তোলা বাজি করতেন বলে জানিয়েছেন এলাকার মানুষ। এলাকা দখলের লড়াই ছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ গুড্ডুর অনুগামী সে। এদিন দুটি বাইকে করে চারজন এসে তার উপরে গুলি চালাতে থাকে। অভিযোগ, আক্রমণকারীরা বিধায়কেরই ঘনিষ্ঠ তৃণমূল পৌর প্রতিনিধির পুত্র শাহ্বাজ আলম গোষ্ঠীর অনুগামী। এই ঘটনার জেরে কামারহাটির জুটমিল লাগোয়া অঞ্চল গুলি উত্তপ্ত। বৃহস্পতিবার দুপুরে এই  ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কামারহাটি এলাকায়।


 

Comments :0

Login to leave a comment