KRISHNANAGAR KANINIKA

অধিকার আদায়েই শক্তিশালী করতে হবে বুথের লড়াইকে

রাজ্য জেলা

কৃষ্ণনগরে রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে জনসমাবেশে বক্তব্য রাখছেন কনীনিকা ঘোষ।

সুভাষ রায়, কৃষ্ণনগর

লড়াই দেশকে রক্ষার। লড়াই নারীদের অধিকার আদায়ের। সেই লড়াইয়ে জন্য শক্তিশালী করতে হবে বুথের লড়াইকেও। 
রবিবার কৃষ্ণনগরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে সমাবেশে এই আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। বক্তব্য রেখেছেন সংগঠনের রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, মহিলা আন্দোলনের নেত্রী রমা বিশ্বাসও। 
এদিনই বামপন্থীদের সমর্থনের আহ্বান জানিয়ে জনসভা হচ্ছে রাজ্যের একাধিক প্রান্তে। উলুবেড়িয়ায় বক্তব্য রাখছেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, ভগবানগোলায় বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বুদবুদে বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, পূর্ব দর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন, পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, বৈদ্যপুরে বক্তব্য রাখেন সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। 
কনীনিকা ঘোষ বলেন, ‘‘বামপন্থীরা বারবার বলেছেন কারা কোন দলকে কত টাকা দিতে হবে সেই তথ্য জানাতে হবে। একদিকে মোদী, আরেক দিকে মমতা ব্যানার্জি হিসেব দিতে চায় না। কর্পোরেটের কাছে এ বলে আমায় দিন, ও বলে আমায় দিন। ওরা হিসেব দিতে চায় না কারণ ওরা চুরির অংশীদার।’’
দেশে বিজেপি যেমন গোপন বন্ডে জমা টাকার ৫৭ শতাংশ পেয়েছে তেমন তৃণমূল এক বছরেই ৫০০ কোটি টাকা আয় বাড়িয়েছে। 
মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘লুটকে যদি বন্ধ করতে হয় তা’হলে লালঝান্ডাকে শক্তিশালী করা ছাড়া উপায় নেই। লুট যখন বাড়ে মহিলাদের সম্ভ্রমও বিপন্ন হয়। কাজের লুট, জমির লুট, টাকার লুট যখন বাড়ে তখন মহিলাদের ওপর অতঙাচারও বাড়ে। সন্দেশখালিতে তা-ই হয়েছে।’’
মীনাক্ষী বলেন, ‘‘এরাই তৃণমূলের সম্পদ। আমাদের রাস্তায় নেমে লড়াইয়ের মধ্যে দিয়ে অধিকার আদায় করে নিতে হবে। বুথের লড়াইয়ে জিততে হবে। এলাকার আরও মহিলা, মানুষকে জড়িয়ে নিতে হবে দেশরক্ষার, বাংলাকে রক্ষার, নারীদের অধিকার আদয়ের এই লড়াইয়ে।’’

Comments :0

Login to leave a comment