Viswa Bharati University Student Kidnapped

অপহরণই করা হয়েছিল বিশ্বভারতীর বিদেশী পড়ুয়াকে

জেলা

বিশ্বভারতীর নিখোঁজ বিদেশী পড়ুয়াকে অপহরণই করা হয়েছিল। পাওণা গণ্ডা নিয়ে বিবাদের জেরেই এই অপহরন বলে স্পষ্ট করেছে পুলিস। তবে নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য চক্র। যা ঘিরে রীতিমত তাজ্জব বনেছে শান্তিনিকেতনবাসী। বিশ্বভারতীর মায়ানমারের গবেষক ছাত্রকে অপহরণের ঘটনাই তিন জন যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।  ধৃত সকলেই বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা।। পুলিশ সূত্রে খবর, টাকা পয়সা কে কেন্দ্র করে কোনো গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।। যদিও সঠিক কারণ এখনো স্পষ্ট করছে না পুলিশ।। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যাদের কে গ্রেফতার করা হয়েছে তারা চুল ব্যাবসায়ী। মূলত, অপহৃত মায়ানমারের ছাত্র চুলের ব্যবসা করতো, ব্যবসা করতো পূর্ব মেদিনীপুরের এক চুল ব্যাবসায়ীর সাথে।। সেই ব্যবসায়ীর সাথে ৫০ লাখ টাকা পাওণাগন্ডা নিয়ে গন্ডগোল হয়।। এরপর ওই পূর্ব মেদিনীপুর এর ব্যাবসায়ী দুবরাজপুরের এই চুল ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করে তারপর তারা ছেলেটিকে অপহরন করে।। খুব দ্রুত অপহৃত ছেলেটিকেও উদ্ধার করা সম্ভব হবে বলে দাবি পুলিশের।   ধৃত দের নাম আজারুদ্দিন মির্ধা, সেখ আলাউদ্দিন ও আতাউল্লা সেখ।।

Comments :0

Login to leave a comment