PANCHAYAT SANDESHKHALI ATTACK

সন্দেশখালিতে সর্বদলীয় সভায় বিডিও’র সামনে রক্তাক্ত
সিপিআই(এম) নেতা, তীব্র ক্ষোভ

রাজ্য জেলা

PANCHAYAT SANDESHKHALI ATTACK সর্বদলীয় সভায় গিয়ে রক্তাক্ত সিপিআই(এম) নেতা সুভাষ সর্দার।

ফের হামলা সন্দেলখালিতে। একেবারে বিডিও’র দপ্তরেই চলল হামলা। সর্বদলীয় সভা শেষ হতেই সিপিআই(এম) নেতৃবৃন্দের উপর বেপরোয়া হামলা চালালো তৃণমূল। রক্তাক্ত হয়েছেন সিপিআই(এম) নেতা  সুভাষ  সর্দার। বামফ্রন্ট নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে বলেছেন, বিডিও দপ্তরে অবাধে দুষ্কৃতীরা ঘুরে বেড়ালে নির্বাচন অবাধ হবে কী করে। বিডিও’র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বামফ্রন্ট। 

শনিবার সন্দেশখালি-২ ব্লকে বিডিও সর্বদলীয় সভা ডাকেন। সভা শেষ হতেই বিডিও’র সামনে আক্রমণ হয়। বামফ্রন্টের প্রতিনিধি হিসেবে সভায় অংশ নেন সিপিআই(এম) সন্দেশখালি-২ এরিয়া কমিটির সম্পাদক সুভাষ সর্দার। তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বামফ্রন্ট বলেছে, তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরার নেতৃত্বে হামলা চালায় দুষ্কৃতীরা। পুলিশের সামনেই চলে বেধড়ক মারধর। রক্তাক্ত হন পার্টি নেতা সুভাষ সর্দার। দুষ্কৃতীরা চলে যাওয়ার পর সন্দেশখালি থানার ওসি ঘটনাস্থলে আসেন। 

প্রশ্ন উঠছে সর্বদলীয় সভা চলাকালীন বিডিও অফিসের মধ্যে পুলিশের উপস্থিতিতে কী ভাবে দুষ্কৃতীরা হামলা চালালো? ভিতরে সভা চলাকালীন অফিস চত্বরে দুষ্কৃতীদের অবাধ বিচরণ হয় কিভাবে? বিডিও অফিসে ঢুকে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপর এভাবে হামলা চালাতে পারে? সিপিআই(এম) নেতা নিরাপদ সর্দার বলেন, ঘটনার দায় বিডিও-কে নিতে হবে। তিনি জানান, বামফ্রন্টের পক্ষ থেকে বিডিও'র বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

বিভিন্ন জায়গায় শাসানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। প্রতিরোধের মুখেও পড়ছে। দুষ্কৃতীদের বেপরোয়া আচরণ দেখা যাচ্ছে। উত্তর ২৪ পরগনারই হাড়োয়া ব্লকের গোপালপুর-২ গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের সম্ভাব্য প্রার্থীদের বাড়িতে শুক্রবার রাতে  সশস্ত্র হামলা হয়েছে। ভাঙচুর লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 

 

শনিবার যদিও বসিরহাট-১হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ ব্লকে মনোনয়ন জমা দেয় বামফ্রন্ট। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে জমা দেওয়া হয় মনোনয়ন। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে বসিরহাট-১ ব্লকের ৫৫ নম্বর জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দিলেন বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী কৃষ্ণা দফাদার। দ্বিতীয় পর্যায়ে বসিরহাট-১ ব্লকের পঞ্চায়েত সমিতির ২টি ও গ্রাম সংসদ আসনে বামফ্রন্টের পক্ষ থেকে ১৫জন মনোনয়ন জমা দিয়েছেন। হাসনাবাদ ব্লকে এদিন পঞ্চায়েত সমিতির ৫টি ও গ্রাম সংসদে ১৪টি আসনে মনোনয়ন জমা দেন বামফ্রন্টের প্রার্থীরা। এদিকে এদিন দ্বিতীয় পর্যায়ে হিঙ্গলগঞ্জ ব্লকে গ্রাম সংসদ আসনে ৩২ টি এবং পঞ্চায়েত সমিতির ৫ টি আসনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দেন উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে।

Comments :0

Login to leave a comment