গত বছর ডিসেম্বর মাসে যে এলাকায় ৮০ বছরের বৃদ্ধা ধর্ষিতা হয়েছিলেন। সেই নোদাখালিতেই ফের ধর্ষণ করে খুনের অভিযোগ উঠলো এক বিজেপি নেতা ও এক নাবালকের বিরুদ্ধে। বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি থানা বিদিরা এলাকায়। পরিবার ও স্থানীয়দের দাবি মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কল্যাণ কুলে ও নবম শ্রণির ছাত্র আকাশ দাস। স্থানীয়দের কথায় ধৃত কল্যাণ আগে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন এখন বিজেপি কর্মী। তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে নোদাকালি থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, মহিলা স্বামী পরিত্যক্তা। এক মাত্র কন্যাকে নিয়েই ছিল তাঁর সংসার। মা ও মেয়ে দুজনেই জরির কাজ করে সংসার চালাতেন। শনিবার রাতে আনুমানিক ৪২ বছর বয়সী ওই মহিলাকে ডেকে নিয়ে যায় আকাশ ও কল্যাণ। তারপর রাতে বাড়ির পাশের একটি জঙ্গলে অর্ধনগ্ন অবস্থায় পড়ে পড়ে মহিলা পড়ে রয়েছে তা দেখিয়ে দেয় দুই অভিযুক্ত এমনই দাবি করেছেন মহিলার মেয়ে। মৃত মহিলার শরীরে ছিল আঘাতের চিহ্নও লক্ষ্য করেন স্থানীয়রা। তাঁরাই খবর দেয় নোদাখালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের মেয়ে স্থানীয়দের অভিযোগ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েই জঙ্গলে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে মহিলাকে ধর্ষণ করা হয়েছে কিনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নেমেছে নোদাখালি থানার পুলিশ।
Nodakhali Raped and Murdered
মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার নোদাখালিতে, ধর্ষণ করে খুনের অভিযোগ
×
Comments :0