সিসিটিভির সূত্র ধরে গ্রেপ্তার মহিলা কেপমার। উদ্ধার ১ লক্ষ ৮০ হাজার টাকা। ব্যাঙ্কের সি সি টিভির সূত্র ধরে রহড়া থেকে মহিলা কেপমারকে ধরলো দেগঙ্গা থানার পুলিশ। উদ্ধার নগদ এক লাখ আশি হাজার টাকা। ধৃতের নাম রাবিয়া বিবি (৪৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর দেগঙ্গা থানার নূরনগর এলাকার বাসিন্দা গৃহবধূ সনেকা ঘোষ গত বুধবার স্থানীয় বেলিয়াঘাটা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে গ্রুপ লোনের এক লাখ আশি হাজার টাকা তোলেন। টাকা নিয়ে বেলিয়াঘাটা এলাকা থেকে টোটো চেপে বাড়ি ফিরছিলেন। টোটোর ভাড়া দিতে গিয়ে সনেকা দেখেন তার ব্যাগ কাটা উধাও ব্যাগে থাকা এক লাখ আশি হাজার টাকা। সেদিন বিকেলে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন সনেকা ঘোষ। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সনেকা ঘোষ পুলিশকে জানান টোটোতে অন্যান্য যাত্রীদের সাথে তার পাশে চাদর পড়ে এক মহিলা যাত্রী ছিলেন। পুলিশ ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিলাকে সনাক্ত করেন। গোপনসূত্রে খবর পেয়ে গতকাল গভীররাতে রহড়া এলাকায় রাবিয়ার বাড়ি হানা দেয় দেগঙ্গা থানার পুলিশ। রাবিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় এক লাখ আশি হাজার হাজার টাকা। টাকা সহ গ্ৰেফতার করা হয় রাবিয়া বিবি কে।পুলিশ সূত্রে খবর এর আগে একাধিক কেপমারির অভিযোগে গ্রেফতার হয়েছিল রাবিয়া। শনিবার সকালে ধৃতকে পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত জেলা আদালতে পাঠানো হয়।
Arrested
দেগঙ্গায় গ্রেপ্তার মহিলা কেপমার
×
Comments :0