world cup qualifiers CONMEBOL

বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ

খেলা

world cup qualifiers CONMEBOL brazil vs columbia

 

আগামী শুক্রবার ২১মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ২০২৬এর যোগ্যতাঅর্জন পর্বের প্রথম রাউন্ড। দক্ষিণ আমেরিকা বিভাগের ( CONMEBOL ) ম্যাচে ভারতীয় সময় ভোর ৪:৩০টেয় এসুসিওনে প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে চিলি। ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে ভিনি ,রড্রিগো , রাফিনহাদের ব্রাজিল খেলবে জেমস রদ্রিগেজের কলম্বিয়ার বিপক্ষে। শুক্রবার ভারতীয় সময় সকাল ৬:১৫তে শুরু হবে খেলা। এটি দুই প্রতিবেশী রাষ্ট্রের ১৭তম ম্যাচ। এর আগের ১৬টি ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ৭টি এবং ২টি কলম্বিয়া। যোগ্যতাঅর্জনের ম্যাচে মোট ৭বারের ম্যাচে ব্রাজিল জিতেছে ২টি এবং কলম্বিয়া ১টি। শনিবার ভোর ৫টায় ভালভার্ডের উরুগুয়ের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। ঐদিনই ইকুয়েডরের মুখোমুখি হবে ভেনেজুয়েলা।

 

Comments :0

Login to leave a comment