এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২’র ম্যাচে রাভশানের সাথে গোলশূন্য ড্র করলো মোহনবাগান।
প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো গোল হয়নি। ডিফেন্সে ভালই পারফর্ম করলেন দীপেন্দু। আজকের ম্যাচেও দেখা মিলল না ম্যাকলারেনের । মাঝমাঠে ব্লকিংয়ের কাজটা করছিলেন দীপক। তবে গোলমুখী পাস না বাড়ানোয় সুযোগ তৈরি হলেও গোল আসেনি ।
দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে গ্রেগকে নামানোর পরে খেলায় ফিরল মোহনবাগান। বেশ কয়েকটি ডিফেন্সচেরা পাস বাড়ালেন তিনি । সহজ গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করলেন কামিংস। লিস্টন নামার পরে কিছুটা উইং প্লে সচল হয় মোহনবাগানের। ম্যাচের শেষ ৫ মিনিটে ৫-টিরও বেশি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলেন পেট্রাটস। এই প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র ১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল মলিনাকে। পরের ম্যাচগুলিতে এই গোল মিসের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে মোহন ম্যানেজমেন্টকে
Comments :0