মেলবোর্নে চতুর্থ টেস্টে জয় পেয়ে সিরিজে ২-১ ব্যাবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে মোট ২৩৪ রান করেছিল অস্ট্রেলিয়া। ভারতের জন্য লক্ষ্য ছিল ৩৪০ রানের । কিন্তু ১৫৫ রানেই শেষ হল রোহিতদের ইনিংস। বলার মত পারফরমেন্স বলতে যশস্বী জয়সোয়লের। ২০৮ বলে ৮৪ রান করেন যশস্বী। ১০৪ বলে ৩০ করেন পন্থ। নিজেদের খারাপ ফর্ম বজায় রাখেন রোহিত শর্মা ( ৪০ বলে ৯ রান ) এবং বিরাট কোহলি ( ২৯ বলে ৫ রান ) । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে সমতা ফেরাতেই হবে এই সিরিজে । এই সিরিজের শেষ টেস্টটি খেলা হবে সিডনিতে জানুয়ারির ৩ থেকে ৭ তারিখ পর্যন্ত।
Comments :0