বইকথা
জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতি
সুবিনয় মিশ্র
নতুনপাতা
প্রায় ২০০০ বছর ধরে জাঁকিয়ে বসা অ্যারিস্টটল ও টলেমির ভূকেন্দ্রিক বিশ্বতত্ত্বে প্রথম ভাঙন ধরালেন কোপারনিকাস।
সূর্যকেন্দ্রিক বিশ্বতত্ত্ব সর্বজন স্বীকৃত হয়েছিল তাঁর মৃত্যুর প্রায় ১০০ বছর পর। অথচ স্বর্গ আছে , ইতিহাসের শুরু থেকে
মধ্যযুগ পর্যন্ত সাধারণ মানুষ এবং দার্শনিকদের সুদৃঢ় বিশ্বাস। পৃথিবী স্থির। সূর্য ঘোরে। এই ছিল ধারণা। এর সঙ্গে জুড়ে যায়
ধর্ম। এর উলটো কথা বললে কেবল বিজ্ঞানের বিরুদ্ধে বলা হতো না। ধর্মের বিরুদ্ধেও বলা হতো। ধর্মের বিরুদ্ধে বলা ছিল
শাস্তিযোগ্য অপরাধ। এই প্রেক্ষাপটে কেপলার, গ্যালিলিও এবং নিউটনের অবদান জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে নতুন
নতুন দৃষ্টান্ত স্থাপন করে। বিজ্ঞানের প্রাচীনতম শাখা জ্যোতির্বিজ্ঞান মহাশূন্যের জ্যোতিষ্ক নিয়েই আলোচনা করে। কিভাবে
এল প্রাণ? বিবর্তনের ফলে প্রাণের সৃষ্টি না ব্রহ্মাণ্ডের অন্য কোথা থেকে এসেছিল এই প্রাণ— এসব নিয়েই বিজ্ঞানের দৃষ্টিতে
সাতটি অধ্যায়ে আলোচনা রয়েছে এই বইয়ে।
জ্যোতির্বিজ্ঞান
বিষ্ণুপদ চক্রবর্তী। জ্ঞান বিচিত্রা। আগরতলা - ৭৯৯ ০০১।৩০০ টাকা।
Comments :0