প্রবন্ধ
বড়দিনে আজ বেথলেহেম বিবর্ণ
পল্লব মুখোপাধ্যায়
মুক্তধারা
বেথলেহেম ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলে জর্ডন নদীর পশ্চিম তীর অঞ্চলের
একটি শহর। এই শহরটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা
খ্রিস্টানদের মতে এই শহরেই যীশু খ্রীষ্টের জন্ম হয়েছিল। আরবি ভাষাতে শহরটিকে
"বাইত লাহাম" নামে ডাকা হয়।
জৌলুসহীন বড়দিন যীশুর জন্মস্থান বেথলেহেম-এ ৷ যেখানে কোনও আলোর সাজসজ্জ্বা
ও ক্রিসমাস ট্রি নেই । বেরং বেথলেহেমের ঐতিহ্যবাহী ম্যাঞ্জার স্কোয়ারে ৷
ইজরায়েল-এর আগ্রাসনের সরাসরি প্রভাব ইজরায়েল অধিকৃত প্যালেস্তাইনের
ঐতিহাসিক বেথলেহেম শহরে। যে শহরের অলি-গলি আলোকিত থাকে বড়দিন উপলক্ষে
প্রতি বছর ।
এই আগ্রাসনের কারণে যীশুখ্রীষ্টের জন্মস্থানের কর্তারা বড়দিন উদযাপন না করার
সিদ্ধান্ত নিয়েছে ৷ বড়দিনে বেথলেহেম শহরে পর্যটন-নির্ভর অর্থনীতি ব্যাপকভাবে
ফুলে-ফেঁপে ওঠে ৷ এই সময় বেথলেহেম শহরে বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসেন ৷
কিন্তু, বড়দিনের উৎসব পালন না করার সিদ্ধান্তে সেই পর্যটন শিল্পে বড় আঘাত
এসেছে ৷
বেথলেহেমের মেয়র হানা হানিয়াহ জানিয়েছেন, গাজায় বসবাসকারী পালেস্তিনীয়দের
অপরিসীম দুর্ভোগের সময়ে আনন্দ উল্লাস কখনই শোভা দেয় না ৷ অর্থনীতি ভেঙে
পড়েছে বলে সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছেন তিনি ৷ হানা হানিয়াহ বলেন,
‘‘আমাদের এখানকার মানুষের সঙ্গে গাজার পালেস্তিনীয়দের দুর্দশার কোনও তুলনা হয়
না ৷’’
শুধু প্রাণহানি বা জখম নয় ৷ গাজার ২ কোটি ৩০ লক্ষ বাড়িঘরের ৮৫ শতাংশ ধ্বংসস্তুপে
পরিণত হয়েছে ৷ বেথলেহেম এবং অন্যান্য প্যালেস্তাইন শহরের সঙ্গে যোগাযোগ
বিচ্ছিন্ন হয়ে রয়েছে ৷ মূলত, ইজরায়েলের দখলে থাকা পশ্চিম প্রান্তের সঙ্গে বাইরের
জগতের কোনওরকম যোগাযোগ নেই ৷
পরিস্থিতি এমনই যে, গাজা-মিশরের সীমান্তের চেক পোস্টে লাইন দিয়ে পণ্যবাহী গাড়ি
দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু, রসদ এবং অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করতে
পারছে না ট্রাকগুলি ৷ এমনকি গাজায় বসবাসকারী পালেস্তিনীয়দের কাজের জন্য
ইজরায়েলে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷ তাই এই পরিস্থিতিতে এবছরের
বড়দিনে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমের ম্যাঞ্জার স্কোয়ারে বর্ণহীন ৷
৪৪০ দিন ধরে লাগাতার হামলা | সঙ্গী অনাহার আর ১৭ বছরের দখলদারি | হতাহত
হাজার হাজার | কেউ সারাজীবনের জন্য পঙ্গু, কেউ বা বন্দী,আবার কেউ ভুগছে
মারাত্মক অপুষ্টিতে | অন্তত ১৭ হাজার শিশুর মৃত্যু | বেথলেহেম-এর এক শান্তি
সমাবেশে এই তথ্য জানিয়েছেন শহরের নেটিভিটি গির্জার প্রধান পাদ্রী রেভারেন্ড
মুন্থার আইজাক | খ্রিষ্ট ধর্মমতে এই শহর যীশুখৃষ্টের জন্মস্থান | বেথলেহেম-এর
অবস্থান প্যালেস্টাইন-এর ওয়েস্ট ব্যাঙ্ক-এ | এর সত্তর কিলোমিটার দূরে গাজায়
সাম্প্রতিক ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে | রাষ্ট্রসংঘের ত্রাণ ও পুনর্বাসন
সংস্থা-র তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় গাজায় আমেরিকা ও ন্যাটো শরিকদের মদতপুষ্ট
ইজরায়েল-এর হামলার শিকার হচ্ছে এক শিশু |
গোটা দুনিয়া যখন বড়দিনের উৎসবে মেতে প্রায় ১৫ মাস ধরে গণহত্যা এবন্দ সংঘর্ষ
বিধ্বস্ত প্যালেস্টাইনের শুনশান সড়কগুলিতে ছেয়ে আছে শুধুই শোক, হতাশা আর স্বজন
হারানোর বেদনা | গাজার সাধারণ মানুষের ওপর একতরফা আগ্রাসন চালিয়ে যাচ্ছে
ইজরায়েল | গত সপ্তাহ পর্যন্ত এই যুদ্ধে প্রায় ৪৫ হাজার মানুষের প্রাণ গেছে |
অন্তত ১৭হাজার শিশুর মৃত্যুতে রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংঠন এবং
বিভিন্ন দেশের সরকার রীতিমতো শঙ্কিত| এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের
পর্যবেক্ষকরা ইজরায়েল-কে সরাসরি গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন |
_____
Comments :0