SURYA MISHRA

জনতার ঐক্য গড়ে দক্ষিণপন্থাকে প্রতিরোধের আহ্বান সূর্য মিশ্রের

রাজ্য

মঙ্গলবার অণ্ডালের কাজোড়া গ্রামে কমরেড নিরুপম সেন স্মারক বক্তৃতা করছেন সূর্যকান্ত মিশ্র।

মলয় কান্তি মণ্ডল: অণ্ডাল

পুঁজিবাদই দায়ী সঙ্কটের জন্য।বিশ্বের বিভিন্ন প্রান্তেই পুঁজিবাদী সঙ্কটের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছেন  আমারাও এই লড়াইয়ে। নয়া উদারবাদ, লুটের ধনতন্ত্র এবং চরম দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে ঐক্য ও সংগ্রামের মধ্য দিয়ে বামপন্থীদের এগিয়ে যেতে হবে। 
মঙ্গলবার অণ্ডালের কাজোড়া গ্রামে কমরেড নিরুপম সেন স্মারক বক্তৃতা করতে গিয়ে একথা বলেন সিপিআই(এম) পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। 
তিনি বলেন, ‘‘আত্ম অনুসন্ধান করে সমস্ত মানুষকে সাথে নিয়ে উঠে দাঁড়াতে হবে। বামশক্তিকে বাড়াতে হবে। এটাই নিরুপম সেনদের শিক্ষা।’’ 
সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা কমিটি আয়োজিত নিরুপম সেন স্মরণে ‘আলোকের সন্ধানে‘  শীর্ষক স্মারক বক্তৃতার শুরুতেই নিরুপম সেনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করা হয়। এদিন বক্তব্য রাখেন সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, পার্টিনেতা বংশগোপাল চৌধুরীও। অংশ নেন নিরুপম সেনের স্ত্রী চন্দ্রাবলী সেন, মহিলা আন্দোলনের নেত্রী জাহানারা খান প্রমুখ। সভা পরিচালনা করেন পার্টিনেতা পার্থ মুখার্জি। 
স্মরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে হাজির হন। কয়লা শ্রমিকরা মোটর সাইকেল মিছিল করে সভায় যোগদান করেন।
কমরেড নিরুপম সেনের প্রজ্ঞা ও দুরদর্শিতা আলোচনা করে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ভূমি সংস্কারের কাজ হয়। ম্যানুফ্যাকচারিং শিল্পের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম আমরা। বামফ্রন্ট সরকারের শ্লোগান ছিল,  ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ‘। এই শিল্প পরিকল্পনার রূপরেখা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নিরুপম সেন। এখন লুটের পুঁজি জমছে।  লুটেরা পুঁজির বৃদ্ধিতে উৎপাদনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে।  টাকার মূল্য কমছে। কয়লাখনি, রেল,শিক্ষা, স্বাস্থ্য বেসরকারিকরণ হচ্ছে।’’ 
বিজেপির বিপদ সম্পর্কে সকলকে সতর্ক করে তিনি বলেন, ‘‘সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মিথ্যের প্রলেপ দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে এই শক্তি। মানুষের মধ্যে ধর্মকে ব্যবহার করে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে। দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম বিআর আম্বেদকরকে অবমাননা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা সংবিধানকে গা-জোয়ারি করে পালটে দেওয়ার চেষ্টা করছেন।’’ 
বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘সমস্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমদের লড়াই জারি রাখতে হবে। ধর্ম, জাতি, আদিবাসী, দলিতদের মধ্যে সামাজিক বৈষম্য বাড়ছে। মানুষের কাছে পৌঁছে মানুষকে বোঝাতে হবে।’’
তৃণমূলের সাথে বিজেপির সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে মিশ্র বলেন, ‘‘তৃণমূল পার্টির নাম, রেজিস্ট্রেশন, প্রতীক তৈরি করেছিল বিজেপি। বিজেপি’কে ডেকে এনে পশ্চিমবাংলার সর্বনাশ করেছে তৃণমূল। আজ যখন কৃষি, শিল্প, পরিবেশ সর্বত্রই সঙ্কট তীব্রতর হচ্ছে তখন বামপন্থীদের দায়িত্ব অনেক বেড়ে যায়। সামাজিক বৈষম্য, নারীদের অধিকারের দাবিতে সোচ্চার হতে হবে।’’
তিনি বলেন, ‘‘আলোর সন্ধানে এগিয়ে যেতে কর্মীদের প্রস্তুত থেকে পার্টি সংগঠনের বিস্তার ঘটাতে পারলেই নিরুপম সেনের প্রতি যথার্থ শ্রদ্ধা অর্পণ করা হবে।’’  
এদিন সভামঞ্চে স্কুলছাত্র রম্যদীপ্ত দাশ গণশক্তি তহবিলে তার জমানো অর্থ সূর্যকান্ত মিশ্রের হাতে তুলে দেন। সিপিআই(এম) বার্ণপুর এরিয়া কমিটিকে সর্বাধিক গণশক্তি গ্রাহক করার জন্য সম্বর্ধিত করা হয়। সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা কমিটির গ্রন্থাগারের জন্য নিরুপম সেনের সংগৃহীত সমস্ত বই দান করার কথা জানান তাঁর স্ত্রী চন্দ্রাবলী সেন।

Comments :0

Login to leave a comment