৭৮তম সন্তোষ ট্রফির ফাইনালে উঠল বাংলা। সার্ভিসেসকে ৪-২ গোলে হারিয়ে দিল সঞ্জয় সেনের দল। ৩৩তম বার সন্তোষ ঘরে ফেরাতে বাংলা আর মাত্র এক কদম দূরে। যদিও দ্বিতীয়ার্ধে ভাল ভাবেই খেলায় ফিরেছিল সার্ভিসেস। তবুও বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে থামানো যায়নি নরহরি-রবি-মনোতোষদের।
শুরু থেকেই ছোট পাস খেলে বল নিজেদের দখলে রাখছিল বাংলা। ১৭ মিনিটের মাথায় নরহরির থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে মনোতোষ মাঝির ডান পায়ে মাটি কামাড়ানো শট সার্ভিসেসের গোলরক্ষক আটকাতে পারেনি। এটি মনোতোষের প্রতিযোগিতার ষষ্ঠ গোল। প্রথমার্ধের সংযোজিত সময়ে আবার নরহরির পাস থেকে রবি হাঁসদা গোল করেন। এটি প্রতিযোগিতায় তাঁর দশম গোল। এর পর মুহূর্তের মধ্যে নরহির নিজেই গোল করে বাংলাকে এগিয়ে দেন। এটি প্রতিযোগিতায় তাঁরও ষষ্ঠ গোল। সার্ভিসেসের গোলকিপার এগিয়ে গোলের মুখ ছোট করে দিলেও নরহরি দুর্দান্ত ভাবে নিঁখুত জায়গায় বল রেখে সফল হন।
দ্বিতীয়ার্ধে সার্ভিসেস মরিয়া চেষ্টা করায় বাংলা বেশ সমস্যায় পড়ে যায়। ৫৩ মিনিটে বিকাশ থাপা হেড দিয়ে গোল করে ব্যবধান কমান। ৭৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন জুয়েল আহমেদ মজুমদার। এরপরে আরও আক্রমণ বাড়ায় সার্ভিসেস। খেলায় প্রায় শেষ মুহূর্তে বাংলার রক্ষ্মণ ভাগকে গোল লাইন থেকে বল বাঁচাতে হয়।
নির্ধারিত সময়ের পর সংযোজিত সময়ের একে বারে মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকতে ইসরাফিল দেওয়ানের পাস থেকে রবি হাঁসদা গোল করে বাংলার জয় সুনিশ্চিত করে। প্রতিযোগিতায় এই ১১টি গোল হলো রবির।
এই নিয়ে বাংলা ৪৭ বার সন্তোষ ট্রফির ফাইনালে উঠল। তার মধ্যে ৩২ বার তারা জয়ী, ১৪ বার রানার্স। ফাইনালে ওঠার পর হায়দরাবাদ থেকে ফোনে বাংলার কোচ সঞ্জয় সেন বললেন, ‘স্বপ্নের খুব কাছাকাছি পৌঁঁছেছি। ফাইনালে ওঠেছি, সব ঠিক আছে, কিন্তু যতক্ষন না কাঙ্খিত খেতাবটি স্পর্শ করবো, ততক্ষন কিছু বলা যাবে না। এত দূর এসে চ্যাম্পিয়ন হতে না পারলে কেউ মনে রাখবে না। ফাইনাল যেই সামনে পড়ুক আমরা লড়াই করবো শেষ অবধি।’
santosh trophy 2024
এই নিয়ে বাংলা ৪৭ বার, সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা
×
Comments :0