এক পদ এক পেনশন (OROP) মামলায় সুপ্রিম কোর্টের কাছে তীব্র ভর্ৎসিত হল কেন্দ্রে। সোমবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানী চলছিল এক পদ এক পেনশন মামলার। প্রাক্তন সেনা আধিকাদের পেনশন সংক্রান্ত মামলার শুনানী চলছিল। সেসময় আদালতের কাছে মুখবন্ধ খাম পেশ করে অ্যাটর্নি জেনারেল। তা নিয়েই বিরক্ত হন প্রধান বিচারপতি। অ্যটর্নি জেনারেলকে তিনি বলেন মুখবন্ধ খাম আদালত নেবে না। কারণ প্রত্যেকটি বিষয়ে সচ্ছতা থাকা প্রয়োজন। আদালত একপদ এক পেনশন নিয়ে কেন্দ্রের মতামত চেয়েছে তাতে এতো গোপনিয়তা কেন? মুখবন্ধ খামে গোপন নথি পেশ করার কোনও যুক্তি নেই বলে মন্তব্য করেন ডি ওয়াই চন্দ্রচূড়।
আদালতের কাছে হয় খোলা নথি পেশ করা হোক আর নইলে আইনজীবী সেই নথি পড়ে শোনাক। এর পরে প্রধান বিচারপতি বলে আদালতের নির্দেশ ছাড়া মুখবন্ধ খাম পেশ করা আইনি প্রকৃয়ার সম্পূর্ণ পরিপন্থী। তারপরে অ্যটর্নি জেনারেল সেই নথি পড়ে শোনান। সরকার আদলতকে জানিয়েছে ‘এত পরিমান অর্থ এক সঙ্গে দেওয়ার মতো বাজেট বর্তমানে নেই। জোগান কম রয়েছে তাই খরচও নিয়ন্ত্রিত রাখতে হচ্ছে। অর্থমন্ত্রক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং স্পষ্ট জানিয়েছে একসঙ্গে এতটা অর্থ ব্যায় করা সম্ভব নয়।’ যদিও এদিনের শুনানীতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ধীরে ধিরে প্রাক্তন সেনা কর্মীদের এক পদ এক পেনশন যোজনার বকেয়া টাকা ধিরে ধিরে মেটানের নির্দেশ দিয়েছে।
Comments :0