টানা বৃষ্টিতে জলমগ্ন রাজপুর সোনারপুর পৌরসভার বিস্তীর্ণ এলাকা। বেহাল রাস্তা। দোসর বর্ষার জমা জল। ভাঙা রাস্তায় জমা জলে পথ চলতি মানুষকে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পৌর প্রশাসন উদাসীন। জলমগ্ন এলাকায় সাপের উপদ্রবও রয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
সোনারপুরের মিশন পল্লী এলাকা জলমগ্ন হয়েছে। রাস্তার উপর হাঁটু সমান জল। বাড়ি, আবাসনের নিচে জল। রাস্তা ভাঙাচোরা। হাঁটু সমান জমা জলে হাঁটতে গিয়ে গর্তে পা দিয়ে দুর্ঘটনায় চোট আঘাত পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পথ চলা দায়। এই ঘটনায় তাঁরা পৌর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। তাঁদের কথায়, বর্ষার আগে বেহাল রাস্তা মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার মাঝে বড় বড় গর্ত। প্রতি বছর বর্ষায় মিশন পল্লী এলাকা জলমগ্ন হয়। নিকাশি বেহাল। এবারে বৃষ্টি অনেক বেশি হয়েছে। জলমগ্ন মিশন পল্লীর রাস্তার দু’ধারে দোকানপাট বন্ধ। অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে। সাইকেল ভ্যানই যাতায়াতে ভরসা করতে হচ্ছে। কেউ ২০ টাকা, ৫০ টাকা , ১০০ টাকা ভাড়া নিচ্ছেন।
জমা জলে দুর্ভোগে রয়েছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাঁদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। গড়িয়া বোড়াল এলাকার বাসিন্দারা ইতিমধ্যে ওয়ার্ড অফিসে বিক্ষোভ দেখিয়েছেন। সোনারপুর, গড়িয়া, বোড়াল, রাজপুর, সুভাষগ্রামের বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা। নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় রাজপুর ফাঁড়ির মোড়ে রাস্তা জলমগ্ন হয়।
ক্ষোভের মুখে রাজপুর সোনারপুর পৌরসভাকে বুধবার সকাল থেকে জমা জল বের করতে বিভিন্ন জায়গায় পাম্প চালু করতে হয়েছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে মোট ২২টি পাম্প চালানো হয়েছে।
Sonarpur Waterlogging
ভাঙা রাস্তা, জমা জল, দুর্ভোগে ক্ষোভ সোনারপুরে

×
Comments :0