নানা মহলের দাবি মেনে প্যান-আধার সংযোগের সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার। আগের সময়সীমা ছিল ৩১ মার্চ। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, তা বাড়িয়ে করা হলো ৩০ জুন। তার মধ্যে যিনি প্যান-আধার সংযোগ করবেন না, এই বছরের ১ জুলাই থেকে তাঁর প্যান কার্ড আর কাজ করবে না। তবে এই সংযোগের জন্য যে এক হাজার টাকা লাগছে, তা মকুব বা বাতিল করা হয়নি। এর অর্থ, জুন মাসের শেষ দিনের মধ্যে এক হাজার টাকা দিয়েই এই সংযোগ করাতে হবে। প্যান-আধার সংযোগ করাতে এই এক হাজার টাকা ফি লাগছে ২০২২ সালের ১ জুলাই থেকে। তার আগে ওই বছরের ৩১ মার্চ পর্যন্ত বিনা ব্যয়ে এই সংযোগ করা গিয়েছে, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত এই ফি ছিল পাঁচশো টাকা।
অর্থ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৫১ কোটিরও বেশি প্যানকে আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে। আধার সংযোগ না করার কারণে ১ জুলাই থেকে যাঁদের প্যান কার্ড অকেজো হয়ে যাবে, তাঁরা পরবর্তী ৩০ দিনের মধ্যে অর্থাৎ ৩১ জুলাইয়ের মধ্যে তা আবার সক্রিয় করে তোলার সুযোগ পাবেন এক হাজার টাকা ফি দিয়ে। তবে জুলাইয়ের মধ্যেও আধার-প্যান সংযোগ না করানো হলে এই সুযোগ আর পাওয়া যাবে কি না বা পাওয়া গেলে তার জন্য বেশি ফি দিতে হবে কি না, বিবৃতিতে সে সম্পর্কে কিছু বলা হয়নি। প্যান অকেজো হয়ে গেলে করদাতারা ট্যাক্স রিফান্ডের অর্থাৎ কোনও অর্থবর্ষে আগাম কর প্রদানের পরিমাণ বেশি হলে সংশ্লিষ্ট অর্থবর্ষের শেষে তা ফেরত পাওয়ার আরজি জানাতে পারবেন না এবং কর বাবদ জমা দেওয়া অতিরিক্ত অর্থের উপর সুদের অনুরোধও জমা দিতে পারবেন না। পাশাপাশি তাঁদের কাছ থেকে সঞ্চিত অর্থের উপর বেশি হারে টিডিএস/টিসিএস কেটে নেওয়া হবে।
উল্লেখ্য, সরকার করদাতাদের ক্ষেত্রে প্যান-আধার সংযোগ বাধ্যতামূলক করলেও যাঁদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাঁদের ক্ষেত্রেই এর সম্ভাব্য নেতিবাচক পরিণতি নিয়ে আশঙ্কা ছড়িয়েছে।
দেশে বহু মানুষ আছেন, যাঁদের প্যান কার্ড থাকলেও তাঁরা করদাতা নন। কিন্তু নানা সরকারি ভাতা পাওয়ার জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়েছে এবং তার জন্য বাধ্যতামূলক নথি হিসাবে প্যান কার্ড লেগেছে। ব্যাঙ্কগুলি গ্রাহকদের কেওয়াইসি (নো ইয়োর কাস্টোমার বা আপনার ক্রেতাকে জানুন) আপডেট বা সময়োপযোগী করার জন্য নথি চাইলে তাঁরা যদি আধার সংযোগহীন প্যান কার্ডের প্রতিলিপি জমা দেন, তাহলে তা গ্রাহ্য হবে কি না, সেই প্রশ্নে সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। আশঙ্কা ছড়িয়েছে সেখানেই। গরিব ও নিম্নবিত্ত মানুষের পক্ষে প্যান-আধার সংযোগের জন্য এক হাজার টাকা খরচ করা অত্যন্ত কঠিন।
Comments :0