আদিবাসী লোকশিল্পী আন্দোলনের নেতা তথা সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য কমরেড মুজফফর হোসেন প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩। শুক্রবার রাত দশটা চল্লিশ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশকিছু সময় ধরে গুরুতর শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক। পরে এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমরেড মুজফফর হোসেন ছয়ের দশকে নবগ্রামের খেঁকুল হাইস্কুলে পড়ার সময় বঙ্গীয় প্রাদেশক ছাত্র সংগঠন(বিপিএসএফ)’র সদস্য হন। স্কুলে ছাত্রদের নিয়ে সংগঠন গড়ে তোলেন। পরে কৃষ্ণনাথ কলেজে পড়াশোনার সময় এসএফআই’র জেলা স্তরের নেতা হিসেবে কাজ করেছেন। ১৯৭৪ সালে তিনি সিপিআই(এম)’র সদস্যপদ অর্জন করেন। তিনি নবগ্রাম ব্লকের শিবপুর অঞ্চলের শিবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি গ্রামে শ্রেণি আন্দোলনে নিজেকে যুক্ত করেছেন। কৈশর থেকেই আদিবাসীদের মধ্যে তাঁর বিশেষ জনপ্রিয়তা ছিল। সাঁওতালি ভাষায় কথা বলতে, গান বাঁধতে দক্ষ ছিলেন তিনি। চাঁই, খোট্টা সহ বিভিন্ন উপভাষায় সাবলীল ছিলেন। ষাটের দশকে নবগ্রামে জমিদার, ভূস্বামীদের বিরুদ্ধে গরীব মানুষের জমির আন্দোলন গড়ে তোলার কাজে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। একাধিক আন্দোলন, সংঘাতে নেতৃত্ব দিয়েছেন। কৃষক, খেতমজুরদের মন জয় করে গণআন্দোলনে তাঁদের যুক্ত করেছেন।
তিনি ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা ও রাজ্যের নেতা ছিলেন। ডিওয়াইএফআই’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে কাজ করেছেন। যুব আন্দোলনে শ্রেণির মানুষকে যোগ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অত্যন্ত সংকটের সময় তিনি সিপিআই(এম) এর সর্বক্ষণের কর্মী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর জীবন যাপনও ছিল সংগ্রামের। জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন পার্টির সর্বক্ষণের কর্মী। দীর্ঘ সময় তিনি পার্টির অবিভক্ত নবগ্রাম জোনাল কমিটির সম্পাদক ছিলেন। ১৯৭৮ সালে তিনি নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচিত হন। পরে সভাপতি হন। প্রায় ১২ বছর নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। পার্টির শিলিগুড়ি রাজ্য সম্মেলন থেকে পার্টির রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৮ অবধি ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য। ছিলেন জেলা কৃষক সভার অন্যতম নেতা। তাঁর স্ত্রী এক পুত্র ও পুত্রবধু বর্তমান।
এদিন সকালে মরদেহ সিপিআই(এম) জেলা দপ্তর সত্য চন্দ্র ভবনে নিয়ে আসা হয়। সেখানে মরদেহ রক্তপতাকা দিয়ে ঢেকে দেন পার্টির জেলা সম্পাদক জামির মোল্লা, পার্টি নেতা নৃপেন চৌধুরী, তুষার দে, সচ্চিদানন্দ কান্ডারীরা। শ্রদ্ধা জানান পার্টির রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য, শেখ হাসিনা, বদরুদ্দোজা খান, সোমনাথ সিংহ রায়। শোক জানান আরএসপির প্রমথেশ মুখার্জি, ফরওয়ার্ড ব্লকের বিভাস চক্রবর্তী, সিপিআই নেতা হারাধান দাস। শোকজ্ঞাপন করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও পার্টির পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম।
মরদেহ নবগ্রামে সিপিআই(এম) পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিবপুরে গ্রামে তাঁর বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়।
মরদেহ শিবপুরে কমরেড মুজাফফর হোসেনের গ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন ধারার লোকশিল্পীরা। গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
Comments :0