‘জুলাই ঘোষণা’ জারির দাবি ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে বাংলাদেশে।
‘জুলাই বিপ্লব’-র ঘোষণাপত্রের দাবিতে ৬-১১ জানুয়ারি যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা।
ডিসেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছিল ‘জুলাই ঘোষণা’ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারকে। ঘোষণায় বাংলাদেশের ১৯৭২ সালে গৃহীত সংবিধান বাতিল করা হবে। সংবিধান বাতিলের এই দাবি ঘিরে তীব্র বিরোধিতা দেখা গিয়েছে বাংলাদেশে। জুলাই ছাত্র আন্দোলন এবং তার জেরে পরিস্থিতিকে ‘গণঅভ্যত্থান’ আখ্যা দিয়েছিল এমন প্রগতিশীল শিবিরের বহু শক্তিই সংবিধান বদলের চেষ্টায় কড়া প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে। রবিবারই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ডাকে বিশাল সমাবেশ হয়। সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হুসেন প্রিন্স সমাবেশে বলেছেন,‘‘মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা ১৯৭২-র সংবিধান অর্জন করেছি। তার মূল ভিত্তি ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের পটভূমিতে তা রচিত হয়েছিল এবং দেশবাসী তা গ্রহণ করেছিল। কেউ কেউ এই সংবিধান ‘কবর’ দেওয়ার কথা বলছে। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধীরাই এমন কথা বলতে পারে। মুক্তিযুদ্ধ বিরোধী যে কোনও আস্ফালন সহ্য করা হবে না।’’
আসন্ন পার্টি কংগ্রেসকে সামনে রেখে এই সমাবেশে জামাত ই ইসলামির মতো মৌলবাদী শক্তির তৎপরতা রোখার আহ্বানও জানানো হয়েছে। সিপিবি’র প্রাক্তন সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন,‘‘জামাত মাঠে নেমেছে। ’৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনার সঙ্গে তারাও লিখিতভাবে আত্মসমর্পণ করে। পাকিস্তানের যদি এদেশে অধিকার না থাকে, জামাতেরও থাকতে পারে না। মুক্তিযুদ্ধের পর আমরা অস্ত্র জমা দিয়েছিলাম, ট্রেনিং জমা দিইনি। মুক্তিযুদ্ধের কবর দিতে গেলে তা ফের কাজে লাগাবো।’’
সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত বলেছেন যে অন্তর্বর্তী সরকার এখনও নির্দিষ্ট অবস্থান জানায়নি। সরকারকে তৎপর হতে হবে ঘোষণাপত্র জারির জন্য।
July Proclamation Bangladesh
‘জুলাই ঘোষণা’-র দাবি ঘিরে রাজনৈতিক মতবিরোধ বাংলাদেশে
×
Comments :0