শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙতে ধর্ম এবং জাতপাতের বিভাজন চলছে। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল এই রাজনীতি করছে। আরেকদিকে সংবিধান, গণতান্ত্রিক পরিবেশের উপর আক্রমণ হচ্ছে। তার বিরুদ্ধে কয়লাখনি, ইস্পাত কারখানা থেকে সর্বস্তরেই প্রতিদিন জানকবুল লড়াই চলছে।
স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা কমরেড রবীন সেনের প্রয়াণ দিবসে রানিগঞ্জের বল্লভপুরে স্মরণ সমাবেশে একথা বলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও শ্রমিক নেতা অনাদি সাহু।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, পার্টিনেতা পার্থ মুখার্জি। সভাপতিত্ব করেন বংশগোপাল চৌধুরী। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য জাহানারা খান, বীরেশ মণ্ডল, প্রবীর মণ্ডল, মনোজ দত্ত প্রমুখ।
রবিবার সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা কমিটি আয়োজিত রবীন সেন স্মরণ সমাবেশে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ শামিল হন। পেপারমিল মজদুর ইউনিয়ন অফিস প্রাঙ্গণ ছাপিয়ে রাস্তায় সমাবেশ উপচে পড়ে। সমাবেশের শুরুতেই কমরেড রবীন সেনের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করা হয়। দুর্গাপুরের 'লহরী' গণসংগীত পরিবেশন করে।
নেতৃবৃন্দ কমরেড রবীন সেনের প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতাকে স্মরণ করেন। তাঁরা বলেন, ব্রিটিশ শাসন থেকে দেশ মুক্তির সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। মার্কসবাদী লেনিনবাদী মতাদর্শকে জীবন দর্শন করেছিলেন।
অনাদি সাহু বলেন, কাজ, শিক্ষা, স্বাস্থ্য,অন্ন, বাসস্থান বিপন্ন। পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল ধুঁকছে। শ্রমজীবীকে একজোটে লড়াই করতে হবে। প্রয়াত জননেতা কমরেড রবীন সেন এই স্বপ্নই দেখতেন। তিনি বলেন, বিজেপি ও তৃণমূলের জনবিরোধী নীতির কারণে দেশ ও রাজ্যের শ্রমজীবী মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। কর্মহীনতা, মজুরি হ্রাস, চাকরির অনিশ্চয়তার বিরুদ্ধে মেহনতি মানুষের লড়াই জারি আছে।
বিশ্বজুড়ে পুঁজিবাদের সঙ্কটের কথা তুলে ধরেন তিনি। বলেন, বিশ্বের ৬৭ শতাংশ সম্পদের মালিক মাত্র এক শতাংশ মানুষ। ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে। উদার অর্থনীতির লক্ষ্য মুনাফা এবং মুনাফা। আমাদের কাজ শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের দাবি আদায়ের আন্দোলন গড়ে তোলা।
এদিন ভারতের কোলিয়ারি মজদুর সভার পক্ষ থেকে ক্যালেন্ডার প্রকাশ এবং জ্যোতি বসু সমাজবিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের জন্য ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
Raniganj Rabin Sen Commeoration
রানিগঞ্জে রবীন সেন স্মরণ সমাবেশে মাঠ ছাপিয়ে জমায়েত
×
Comments :0