MUKTADHARA : BOOK REVIEW : PRODOSH KUMAR BAGCHI : CHARBAK : 13 SEPTEMBER 2024, FRIDAY

মুক্তধারা : বই : চার্বাক দর্শনের কথা : প্রদোষকুমার বাগচী : ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  BOOK REVIEW  PRODOSH KUMAR BAGCHI  CHARBAK  13 SEPTEMBER 2024 FRIDAY

মুক্তধারা : বই 

চার্বাক দর্শনের কথা

প্রদোষকুমার বাগচী


ভারতীয় দর্শনের ইতিহাসে চার্বাকের স্থান কোথায় — এই প্রশ্নের মীমাংসা  আজও  হয়নি।  যা হয়েছে তার খানিকটা  
মনগড়া আর খানিকটা অপপ্রচার।  তাঁর বিরুদ্ধে সাধারণভাবে তোলা   একটি বড় অভিযোগ হলো  ইন্দ্রিয় সুখভোগের  
অভিযোগ। আর  এই অভিযোগের সমর্থনে তুলে ধরা হয়ে থাকে  তাঁরই লেখার   অংশবিশেষ । অবশ্য  কেটেছেঁটে কিছুটা  
বিকৃত করে।  চার্বাক  লিখেছিলেন ‘যাবজ্‌জীবং সুখং জীবেৎ’। তার পরে মূল শ্লোকে ছিল ‘নাস্তি মৃত্যোর অগোচরঃ’ ।  
সেটিকে পালটে  সায়ন-মাধব লিখে দিয়েছিলেন—‘ঋণং কৃত্বা ঘৃতং পীবেৎ’। আর সাধারণ মানুষ একথাই আউড়ে গেলেন  
চার্বাকের কথা ভেবে।একে  অপকর্ম ছাড়া আর কিই বা বলা যায়। এভাবেই   তাঁর বিরুদ্ধে  আনা   ইন্দ্রিয় সুখভোগের  
অভিযোগ ছড়িয়ে পড়ে গোটা দেশে। তাছাড়া  তিনি সকল ধর্মমতের প্রবল বিরোধী  ছিলেন। নতুন অধর্মীয় ইহলোকসর্বস্ব  
ভাবধারাও তিনি  প্রচার করেছিলেন। এসব কারণেই  কি তাঁকে একঘরে করার চেষ্টা  হয়েছিল? মানুষের দুঃখ কষ্টের পিছনে  
ঈশ্বরের হাত নেই—অগ্রসর এই চিন্তা সনাতনী ভাবধারার উপর প্রবল আঘাত হেনেছিল বলেই  কি তার বিরুদ্ধে  এত  
অপকর্ম?   কি আছে তবে  চার্বাকের মতবাদে?   আধুনিক বস্তুবাদী দার্শনিকের চোখেই বা  কতটা পরিণত এই মতবাদ?   
এসব প্রশ্নের জবাবই তুলে ধরা হয়েছে চিত্তাকর্ষক ও গবেষণাধর্মী এই বইয়ে।   
চার্বাকচর্চা
রামকৃষ্ণ ভট্টাচার্য। প্রথম এন বি এ সংস্করণ। ন্যাশনাল বুক এজেন্সি। ১২এ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০ ০০৯।  
২৫০ টাকা।

Comments :0

Login to leave a comment