Mohun Bagan

গোয়ায় হার মোহনবাগানের

খেলা

ম্যাচের ১২ মিনিটে ব্রিসনের শট টমের গায়ে লেগে গোলে। ঢুকে যায় । ১ -০ গোলে এগিয়ে গোয়া। প্রথমার্ধের শেষে ১ -০ গোলে পিছিয়ে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় পেট্রেটসের শট বক্সের মধ্যে হাতে লাগে মোহনবাগানের প্রাক্তনী সাদিকুর। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান পেট্রেটস । কিন্তু ৬৮ মিনিটে সেই ব্রাইসনের গোল থেকেই ৩ পয়েন্ট পেলো গোয়া । হেরেও টেবিলের শীর্ষেই থাকল মোহনবাগান।

Comments :0

Login to leave a comment