MOHAMMEDAN FC

সুপার সিক্সে দাপুটে জয় মহামেডানের

খেলা

Calcutta Football League 2023 cfl 2023 fixture Calcutta football league cfl 2023 schedule Kolkata Football News bengal football Club News

কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের ম্যাচে নিখুঁত জয় পেল মহামেডান। প্রতিপক্ষ ভবানীপুরকে ২-১ গোলে হারিয়ে দিল সাদা কালো ব্রিগেড। মহামেডানের হয়ে দুটি গোলই  করেন ডেভিড। ভবানীপুরের হয়ে ব্যবধান কমান জিতেন মুর্মু।

এদিন ম্যাচের ১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় মহামেডান। ছয় গজ বক্সের মধ্যে ডেভিডকে লক্ষ্য করে ক্রস বাড়ান স্যামুয়েল। নিখুঁতভাবে সেই বল জালে জড়ান মিজোরামের ডেভিড লালানসাঙ্গা। যদিও প্রথমার্ধেই  সমতায় ফেরে  ভবানীপুর। ৩১  মিনিটে গোল শোধ করেন জিতেন মুর্মু।

দ্বিতীয়ার্ধে ফের ডেভিড ম্যাজিক। ৬৩ মিনিটে রেমসাঙ্গা ক্রস বাড়ান  ডেভিডকে। দলকে ২-১ গোলে এগিয়ে দিতে ভুল করেননি তিনি।

এই ম্যাচ  জয়ের ফলে কলকাতা লিগের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল মহামেডান। সুপার সিক্সে টানা তিন ম্যাচ জিতল সাদা কালো ব্রিগেড। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলকে হারিয়েছেন তাঁরা। এখনও মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে হবে মহামেডানকে।

Comments :0

Login to leave a comment