NATUNPATA : QUIZZ : AML KAR : ANS. 5 SEPTEMBER 2024 THURSDAY

নতুনপাতা : বলতে পারো : অমল কর : উত্তর ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  QUIZZ  AML KAR  ANS 5 SEPTEMBER 2024 THURSDAY

নতুনপাতা : বলতে পারো

অমল কর

 

 

জিজ্ঞাসা

১) ইংল্যান্ড টেস্ট  ক্রিকেট দলের সর্বাধিক উইকেট প্রাপক কে? উইকেট প্রাপ্তির পরিসংখ্যান দাও।
২) লন টেনিসে ২০ বা তদোর্ধে গ্ৰ্যান্ড স্ল্যাম জিতেছেন কে কে?
৩)মধ্য প্রদেশের তৃতীয় বৃহত্তম কেল্লা সম্বন্ধে যা জানো লেখো।
৪) রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ গ্ৰন্থ উৎসর্গ করেন ব্যারিস্টার ও সংগীতকার অতুলপ্রসাদ সেন-কে?
৫) হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে কত বছর বয়সে বিচারকদের অবসর নিতে হয়?
৬) বিশ্বের কোথায় সবচেয়ে বেশি বনাঞ্চল?

সমাধান

১) ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের সর্বাধিক উইকেট প্রাপক জেমস মাইকেল এন্ডারসন। তিনি ১৮৮ টেস্ট খেলে  ৩৫০ ইনিংসে ৪০,০৩৭টি  বল করে ১৮,৬২৭ রানের বিনিময়ে ৭০৪ টি উইকেট নিয়েছেন।
২) লন টেনিসে ২০ বা তদোর্ধে গ্ৰ্যান্ড স্ল্যাম জিতেছেন রজার ফেডেরার (২০টি), রাফায়েল নাদাল ও স্টেফি গ্ৰাফস(২২টি করে), সেলিনা উইলিয়ামস (২৩ টি)এবং মার্গারেট কোর্ট ও নোভাক জোকোভিচ (২৪ টি করে)।
৩) ভারতের মধ্য প্রদেশের তৃতীয় বৃহত্তম কেল্লা "নরসিংহগড়"। ৪৫ একর জমিতে আড়াই কিঃমিঃ পরিষেবায় ৩৫০ ফুট পাহাড়ের শীর্ষে এটি অবস্থিত।
৪) ব্যারিস্টার ও সংগীতকার অতুলপ্রসাদ সেন-কে রবীন্দ্রনাথ ঠাকুর "পরিশোধ" গ্ৰন্থটি উৎসর্গ করেন।
৫) ৬২ বছর বয়স  হলে হাইকোর্ট থেকে,৬৫ বছর বয়স হলে সুপ্রিম কোর্ট থেকে বিচারকদের অবসর নেওয়া বাধ্যতামূলক।
৬) রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি গাছের দেশ। এখানে ৮১৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে।

Comments :0

Login to leave a comment