India vs Australia

আট নম্বরে নীতীশই প্রথম, সেঞ্চুরির জোরে লড়াইয়ে ফিরল ভারত

খেলা

শনিবার মেলবোর্নে সেঞ্চুরির পর নীতীশ রেড্ডি।

আট নম্বরে নেমে এর আগে কোনও ভারতীয় অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পাননি। এর আগে আট নম্বরে নেমে সবচেয়ে বেশি রান করেছিলেন অনিল কুম্বলে। ৮৭ করেছিলেন তিনি।
নীতীশ রেড্ডির সেঞ্চুরির জোরে ভারত এখন ৯ উইকেটে ৩৫৮। অস্ট্রেলিয়ার ৪৭৪ রান তাড়া করতে বিপর্যয়ের মধ্যেই পড়ে রোহিত শর্মার বাহিনী। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা বন্ধ রয়েছে। নীতীশ রেড্ডি যখন নামেন ব্যাট হাতে, তখন কিন্তু স্কোরবোর্ডে মাত্র ১৯১ রান। ১৭৬ বলে ১০৫ রান করেন তিনি। ওয়াশিংটন সুন্দরও যোগ্য সঙ্গত করেছেন ৫০ রান করে। দু’জনের জুটিতে ওঠে বহুমূল্য ১২৭ রান। 
রেড্ডির চেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেয়েছেন মাত্র দু’জন ভারতীয়। কিংবদন্তী শচীন তেণ্ডুলকর এবং ঋষভ পন্থ এর চেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ায়। ১৯৯২ সালে শচীন সেঞ্চুরি করেছিলেন আঠারো বছর বয়সে। ২০১৯-এ ঋষভ পন্থও একুশ বছরেই সেঞ্চুরি করেন। 
শনিবার মাঠে ছিলেন নীতীশের বাবা। বোলান্ডের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে সেঞ্চুরি করেন। আবেগে চোখে জল তখন দর্শক আসনে বসা বাবার।

Comments :0

Login to leave a comment