MD SALIM

টলমলে মমতাকে বিড়েতে বসানোর চেষ্টা,
নীতীশ বৈঠকের ব্যাখ্যায় সেলিম

জাতীয় রাজ্য

MD SALIM পুরনো ছবি।

সংসদের বাইরে, সংসদের ভেতরে বিরোধীরা এককাট্টা হচ্ছেন। সেই প্রক্রিয়া জারি রয়েছে। কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস নেই। সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

তাঁর দাবি, মমতা ব্যানার্জিকে স্পষ্ট করতে হবে আরএসএস এবং বিজেপি’র সঙ্গে সম্পর্ক কী। সেলিম বলেছেন, ‘‘দইয়ের হাঁড়ি, মিষ্টির হাড়ি স্থির রাখতে একটা বিড়ে লাগলে। হয়তো নীতীশ কুমার তেমন বিড়ে আনার চেষ্টা করেছেন। কারণ মমতা একবার এদিকে একবার ওদিকে টলছেন।’’

সংসদের বাজেট অধিবেশনেই দেখা গিয়েছে আদানির কেলেঙ্কারির বিরুদ্ধে বিরোধীরা এককাট্টা। তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে সেই প্রক্রিয়ায় গরহাজির থেকেছে। উলটে আক্রমণের জন্য বেছে নিয়েছে কংগ্রেস এবং বামপন্থীদের। 

সেই প্রসঙ্গ মনে করিয়ে সেলিম বলেছেন, নীতীশ কুমার প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা তিনি করতেই পারেন। তিনি নিজেই একসময় বলেছিলেন মমতা ব্যানার্জির স্থিরতা নেই। হয়ত চেষ্টা করছেন যাতে তৃণমূল এদিক-ওদিক না চলে যায়। নীতীশ এবং মমতা দু’জনেই বিজেপি’র সঙ্গে একসময়ে কেন্দ্রে সরকার চালিয়েছেন। মমতা নিজেই বলেছেন আরএসএস আমাদের স্বাভাবিক মিত্র। নীতীশ ভুল স্বীকার করেছেন। মমতা করেননি। 

সেলিম ফের বলেছেন যে বিজেপি’র মতো তৃণমূলও চলছে আরএসএস’র তৈরি করে দেওয়া পরিকল্পনায়। লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা বলেছি যে সবচেয়ে বিশ্বস্ত সেই শক্তিগুলি যারা কখনও বিজেপি’র সঙ্গে সরকারে যায়নি। কখনও বিজেপি’র সঙ্গে যাবে না মতাদর্শগত ভাবে। তৃণমূল তার মতাদর্শ স্পষ্ট করেছে? আগে সরকারে ছিল এখন বেরিয়ে এসেছে, এমন শক্তিও নিশ্চয় থাকবে। তবে তারা ভুল শ্বীকার করবে। নীতীশ করেছেন, মমতা করেননি।’’ 

সেলিম মনে করিয়েছেন যে একমাস আগে নিজে বলেছেন কারও সঙ্গে থাকবেন না। 

এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘বিহারে তো বিজেপি বিরোধী জোট হয়েছে। বামপন্থীরাও সেই জোটে রয়েছেন। ওখানে মমতা কী ভূমিকা নিয়েছেন? তিনি বলেন, ‘‘দু’মাস আগে দিল্লিতে বামপন্থী দলগুলির নিজেদের আলোচনা হয়েছে। তাপর বামপন্থী নয় কিন্তু বিজেপি বিরোধী, এমন দলগুলির আলোচনা হয়েছে। মমতা সেখানে থাকেননি। মমতা ব্যানার্জি বারবার বিরোধী বোঝাপড়া ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছেন। ঐক্য দানা বাঁধলে ঘেঁটে দেন। সেই বিষয়ে সতর্ক থাকা দরকার।’’ 

Comments :0

Login to leave a comment