QUIZ — AML KAR | NATUNPATA — 20 JUNE 2024 ANS.

বলতে পারো — অমল কর | নতুনপাতা — ২০ জুন ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  AML KAR  NATUNPATA  20 JUNE 2024 ANS

বলতে পারো

অমল কর  

নতুনপাতা

২০ জুন ২০২৪ সমাধান

 

 

 

জিজ্ঞাসা

১) ইউরো কাপ ফুটবল লিগের গ্রুপ পর্যায়ের খেলা কবে থেকে শুরু হয়ে শেষ ক‌বে?
২) মোট কতগুলো গ্রুপে ইউরো কাপের খেলা হবে?
৩) মোট কতগুলো মাঠে ইউরো কাপের খেলা হবে?
৪) কতগুলো দল এবার ইউরো কাপে খেলবে?
৫) কে জেতে বিগত ইউরো কাপ, রানার্স কোন্ দল?
৬) কোন্ দল কতবার ইউরো কাপ জেতে?

সমাধান

১) ২০২৪ সালের ইউরো কাপের ফুটবল খেলা শুরু হল ১৫ জুন। ৩১ দিন ধরে মোট ৫১ টি ম্যাচ হবে এই কাপে।গ্ৰুপ পর্যায়ের শেষ খেলা ২৭ শে জুন।
২) এবার প্রতি গ্ৰুপে ৪টি করে দল নিয়ে এ,বি,সি,ডি, ই,এফ__ মোট ৬টি গ্ৰুপে  খেলা হবে ।
৩) মিউনিখ, কোলোন, বার্লিন, ডটমুন্ড, হামবুর্গ, স্টুটগার্ড, জেলসেনকির্চেন, ফ্রাঙ্কফুর্ট, ডুসেলডর্ফ ও লিপজিগ__মোট ১০ টি মাঠে এবার খেলা হবে।
৪) জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া,ইংল্যান্ড, ডেনমার্ক, সার্বিয়া, স্লোভেনিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, অষ্ট্রিয়া,বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া,  ইউক্রেন, পর্তুগাল, তুরস্ক, জর্জিয়া ও চেক সাধারণতন্ত্র__মোট ২৪ টি দল এবার ইউরো কাপ ফুটবল খেলবে।
৫)২০২১ সালে ইউরো কাপ জেতে ইতালি, রানার্স হয় ইংল্যান্ড।
৬) জার্মানি ও স্পেন প্রত্যেকে ৩ বার করে, ইতালি ও ফ্রান্স প্রত্যেকে ২ বার করে এবং সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া,
নেদারল্যান্ডস, ডেনমার্ক, গ্ৰিস ও পোর্তুগাল প্রত্যেকে ১ বার করে ইউরো কাপ জেতে।

 

Comments :0

Login to leave a comment