isl match

আইএসএলে মহামেডানের সামনে ওড়িশা

খেলা

শুক্রবার ঘরের মাঠে মহামেডানের প্রতিপক্ষ ওড়িশা। টেবিলের একদম শেষে অবস্থান করছে সাদা কালো ব্রিগেড। এই মুহুর্তে আইএসএলের প্রত্যেকটি দল মুখিয়ে রয়েছে মহামেডানের বিরুদ্ধে হারানোর জন্য। লোবেরার দল এই মুহূর্তে রয়েছে পঞ্চম স্থানে। ১২ ম্যাচে তাদের অর্জন ১৯ পয়েন্ট । প্রায় প্রত্যেক ম্যাচের পরেই মহামেডান সমর্থকরা ক্ষোভ জানাচ্ছেন ক্লাব কর্তা ও ইনভেস্টরদের বিরুদ্ধে । মহামেডানের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকেন নবীন, প্রবীণ সমর্থকরা। তারাও এইধরনের মহামেডানকে দেখতে অভ্যস্থ নন একেবারেই। ঠিকমতো পরিকল্পনা করতে পারছেন না আন্দ্রে চেরিশনভ। এমত অবস্থায় শুক্রবার আহমেদ জাহু, দিয়েগো মরিসিওদের বিপক্ষে অন্তত ১ পয়েন্ট পেতে চান আন্দ্রে । শুক্রবার জিতলে মুম্বইকে পিছনে ফেলে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে আসবে ওড়িশা এফসি।

Comments :0

Login to leave a comment