কবিতা
বিচার চায় অভয়া
উপাসনা হালদার
নতুনপাতা
শতদলের পাপড়ি মেলেছিলে তুমি, পচা পাঁকের পরে।
তাই তোমার তেজ সইতে পারেনি, নরখাদকরা আরজি-করে।।
তোমার কোমল অঙ্গে যারা আঘাত করেছে কত।
ইচ্ছে করে তাদেরকে টুকরো করি শত শত।।
কত লড়াই করেছিলে তুমি, নিজেকে করতে মুক্ত।
কঠিন শাস্তি পেতেই হবে, যারাই ছিল যুক্ত।।
পশুদের নখ, দন্তের আঘাত সহ্য করেছো কত।
চক্ষু দিয়ে রুধির ধারা বয়েছে অবিরত।।
মানুষ রূপী অমানুষ গুলো তোমায় করল শেষ।
তাইতো সবাই জেগে উঠেছে,
জেগেছে সকল দেশ।।
তোমার তেজের এমনি শক্তি, হৃদয়ে বিঁধেছে শেল।
সারা বিশ্ব উঠেছে জ্বলে, দেখবে এবার খেল।।
বিশ্বাস করো, তোমার কোমল পাপড়ি ছড়িয়েছে বিশ্ব মাঝে।
তারই ভারে টলমল করে বসুন্ধরা মা যে।।
ঘর ছেড়ে সবাই নেমেছে পথে, করছে আন্দোলন।
দোষীদের কঠিন শাস্তি হোক! এই করেছে পণ।।
অভয়া তুমি নির্ভয়ে থাকো, বিচার তুমি পাবেই।
তোমাকে মেরে ফেলা নরখাদক গুলো ফাঁসি কাঠে যাবেই।।
নতুন বন্ধু \ দ্বাদশ শ্রেণী
ক্যানিং রায়বাঘিনী হাই স্কুল ক্যানিং ,দক্ষিণ চব্বিশ পরগনা, ক্যানিং
৯৭৩২৪৫৫৮৬৩
Comments :0