প্রতি শীতে যেমন হয়, এবারও তেমনই সংক্রমণ হচ্ছে চীনে। সংক্রমণের ধরনে অস্বাভাবিক কোনও ছবি নেই। বুধবার এই মত জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।
এদিন হু-র মুখপাত্র ডা. মার্গারেট হ্যারিস সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘চীনে শ্বাসতন্ত্রে সংক্রমণের যে তথ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। প্রতি বছরই শীতে বছরের অন্য সময়ের তুলনায় এ ধরনের সংক্রমণ বাড়ে। এবারও বৃদ্ধির মাত্রা অন্যবারের মতোই।’’
হ্যারিস বলেছেন, ‘‘চীন প্রশাসনের তথ্য অনুযায়ী গত বছর হাসপাতালে শ্বাসজনিত সংক্রমণে যতজনকে ভর্তি করতে হয়েছিল, এবার তার চেয়ে কম। জরুরি স্বাস্থ্য সঙ্কট ঘোষণার মতো পরিস্থিতিো নেই।’’
রাষ্ট্রসঙ্ঘের স্বাস্থ্য বিষয় বিভাগ ‘হু’-র পর্যবেক্ষণ, ‘‘শীতকালে হিসেবের মধ্যেই থাকে যে সর্দিকাশি জনিত সংক্রমণ বাড়বে। সেই অনুমানের তুলনায় অস্বাভাবিক পরিস্থিতি নজরে আসেনি।’’
চীনকে ঘিরে এবার শঙ্কার মূল কারণ হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা এইচএমপিভি’র সংক্রমণ সংক্রান্ত বিভিন্ন খবর। সোশাল মিডিয়ার কিছু পোস্টে চীনে ‘ভয়াবহ অবস্থা’র দাবি করা হয়েছে কিছু ভিডিও পোস্ট করে। সংবাদমাধ্যমের একাংশও এইচএমপিভি-র বিপদ সংক্রান্ত খবর দিতে থাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তুলনায় চলে এসেছে সেই কোভিড পরিস্থিতি।
এদিন ডা. হ্যারিসও মনে করিয়েছেন যে কোভিডের সময় ভাইরাস নতুন ছিল।কিন্তু এইচএমপিভি চিহ্নিত হয়েছে ২০০১ সালে। তারও অনেক আগে থেকে এই ভাইরাস রয়েছে।
ভারতে এবং পশ্চিমবঙ্গে চিকিৎসকদের বড় অংশই এই ব্যাখ্যা দিচ্ছেন গত কয়েকদিন ধরে। তাঁরাও বারবার বলেছেন আতঙ্ক নয়, সতর্কতা দরকার। হাত ধোওয়া বা সংক্রমিত হলে জনবহুল এলাকাব মুখ নাক চাপা দেওয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার।
HMPV World Health Organisation
চীনের সংক্রমণ অস্বাভাবিক নয়, এবার বলল ‘হু’
×
Comments :0