বলতে পারো | অমল কর | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ২— উত্তর
জিজ্ঞাসা
১. পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো-র আন্তর্জাতিক গোলের সংখ্যা কত?
২. ২০২৪ সালে সন্তোষ ট্রফির কততম প্রতিযোগিতা? পশ্চিমবঙ্গ মোট কতবার ফাইনাল খেলে কতবার চ্যাম্পিয়ন হয়?
৩. রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে কবে প্রথম জিশু খ্রিস্টের জন্মদিন বা বড়ো দিন পালন করেন?
৪. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
৫. বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
৬. পথনাটকের প্রাণপুরুষ সফদার হাসমি সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
সমাধান
১. পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো-র (১৬/১১/২৪) পর্যন্ত আন্তর্জাতিক গোলের সংখ্যা ১৩৫ টি।
২. পশ্চিমবঙ্গ ২০২৪ সালের ৭৮ তম সন্তোষ ট্রফিতে রবি হাঁসদা-র একমাত্র গোলে দলের ৪৭ তম ফাইন্যাল খেলায় ৩৩ বার বিজয়ী হয়,রানার্স হয় ১৪ বার।
৩. শান্তিনিকেতন আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১০ সালে প্রথম বড়োদিন বা জিশু খ্রিস্টের জন্মদিন পালন করেন।
৪. "লুব্ধক" আকাশের উজ্জ্বলতম নক্ষত্র।
৫. রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ।
৬. সফদার হাসমি ছিলেন একজন বিশিষ্ট কবি-প্রাবন্ধিক-চিত্রশিল্পী-
অধ্যাপক-নাট্যকার-অভিনেতা-
পরিচালক -চলচ্চিত্র নির্মাতা। হল্লা বোল,আওরাত,মেশিন, দুনিয়া সবকি ইত্যাকার বেশকয়েকটি পথনাটক নির্মাতা।হল্লা বোল নাটক অভিনয়ের সময় ১৯৮৯ সালের ১লা জানুয়ারি দুর্বৃত্তরা ২৩ বার সফদারকে মাথায় আঘাত করলে ২রা জানুয়ারি শহিদের মৃত্যুবরণ করেন।
Comments :0