SHARADIYA 1431 \ POETRY \ NATUNPATA \ DEBI O MANABI - ANJU BANU \ 13 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ \ কবিতা \ নতুনপাতা \ দেবী ও মানবী - আনজু বানু \ ১৩ অক্টোবর ২০২৪

ছোটদের বিভাগ

SHARADIYA 1431  POETRY  NATUNPATA  DEBI O MANABI - ANJU BANU  13 OCTOBER 2024

শারদীয়া ১৪৩১ 

কবিতা  

নতুনপাতা

দেবী ও মানবী 
 
আনজু বানু

শরৎ এলেই হৃদস্পন্দন
জাগে প্রকৃতির মাঝে
শরৎ এলে আগমনি সুর
সবার হৃদয়ে বাজে।

নানা আয়োজনে মন্ত্রচারণে
যত আলোক সম্ভারে
মাটির দূর্গা পুজো করে যাই 
যাবতীয় উপাচারে।

আঁকুপাঁকু করে উপরে ওঠে 
কত কষ্টের ঘাড় ভেঙে
সেই দূর্গারা খুন হয়ে যায়
কোন লালসার রঙে?

ছোট্ট দূর্গা নিষ্পাপ নিথর 
নগ্ন ঝোপের আড়ে
কলুষিত মন উচ্চ আসন
ঝাড়ে বংশে বাড়ে।

জাগছে মানুষ চতুর্দিকে 
দূর্গা মায়ের চরণ ছুঁয়ে
বলছে মা গো করব পুজো
পাপীদের দাও ধুয়ে।

মানবী দূর্গারা যে দিন ধরায়
মুক্ত স্বাধীন ঘুরবে
সেদিন তুমি দেখবে এসে
জগৎ কেমন হাসবে।

Comments :0

Login to leave a comment