Women's Asia Cup 24

আজ এশিয়া কাপের ফাইনালে লঙ্কাবাহিনীর মুখোমুখি ভারত

খেলা

আজ শ্রীলঙ্কার রঙ্গীরী দামবুল্লা স্টেডিয়ামে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। খেলা শুরু ভারতীয় সময় দুপুর তিনটে থেকে।
নবমতম মহিলাদের এশিয়া কাপে নয়বারই ফাইনালে উঠেছে ভারত । তার মধ্যে সাতবারের চ্যাম্পিয়ন ভারত । রেকর্ডসই বলে দিচ্ছে যে এশিয়া কাপে একচেটিয়া আধিপত্য ভারতের । তাই আজ অষ্টমবারের জন্য ট্রফি ছুঁয়ে দেখতে চান হরমনপ্রিতরা । এই বছর এশিয়া কাপে দুর্দান্ত ফর্ম ভারতের । ব্যাটিংয়ে নজর কেড়েছেন স্মৃতি মান্দানা ও শেফালী ভার্মা। দুইজনেই এই এশিয়া কাপে প্রায় ১০০ র উপর রান করেছেন। অর্থাৎ, টপ ও মিডল অর্ডার দারুন ফর্মে রয়েছে । বোলিংয়েও রেনুকা ও দীপ্তি দুইজন প্রায় ১৬ টি উইকেট নিয়েছেন । তবে চিন্তার বিষয় অধিনায়ক হরমনপ্রিতের ফর্ম।
অন্যদিকে , ভারতের মতো শ্রীলঙ্কাও অপরাজিত রয়েছে এশিয়া কাপে। ১৪৪ রানে মালয়েশিয়াকে হারিয়েছিল তারা । এই এশিয়া কাপের সেরা ব্যাটার আটাপট্টু। তিনি ২৪৩ রান করে ফেলেছেন এই এশিয়া কাপে। বোলিংয়ে কাভিশা বাদে আর কেউ নজর কাড়তে পারেননি। তাই আজ ভারতের অষ্টমবার ট্রফি জয়ের মাঝে দাঁড়িয়ে শুধু আটাপট্টু।

Comments :0

Login to leave a comment