santosh trophy 2024

সন্তোষের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে চান সঞ্জয়

খেলা

bengal team will face kerala in their 47th santosh trophy final ছবি প্রতীকি

 

মঙ্গলবার ৩১ ডিসেম্বরে বছরের শেষ দিনে ফাইনাল ম্যাচ সন্তোষ ট্রফির। কেরালার বিরুদ্ধে জয় তুলে বাংলাকে ৩৩তম খেতাব দিতে চান সঞ্জয় সেন। এর আগে সর্বাধিক ৪৬বার ফাইনালে উঠেছিল বাংলা দল। সর্বাধিক ৩২বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও বাংলারই দখলে। একসময় ভারতীয় ফুটবলের মুখ ছিল বাংলা। সুব্রত , সুভাষ , গৌতম সরকার , প্রশান্ত ব্যানার্জি , কৃশানু দে - র মতো প্রতিভার জন্ম হয়েছিল এই প্রতিযোগিতা থেকেই। বাঙালি খেলোয়াড়দের ভারতীয় ফুটবলের মূলস্রোতে ফেরাতে খুবই প্রয়োজনীয় আজকের এই ফাইনাল। এখনো পর্যন্ত এই প্রতিযোগিতায় সর্বাধিক ৩৫টি গোল করেছে কেরালা দল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরালার মহম্মদ আজসাল। তিনি করেছেন ৯টি গোল। অন্যদিকে বাংলা করেছে ২৭টি গোল। রবি হাঁসদা ১১টি গোল করে রয়েছেন গোলদাতার শীর্ষে। ভারতের ফুটবলের ইতিহাসে সেরা দুই রাজ্যেরই মধ্যে হতে চলেছে এই ফাইনাল। মোহনবাগানকে আইলীগ জেতানো কোচ সঞ্জয়ের হাত ধরেই ফের একবার বাংলা ফের একবার ভারতসভার শ্রেষ্ঠ আসনে জায়গা পেতে চায়। ডাকাবুকো কোচ সঞ্জয়ের হাতে পরেই যেন বদলে গেছে গোটা দলটাই। কেরালা অনেক শক্ত প্রতিপক্ষ হলেও খেলোয়াড়দের চাপমুক্ত হয়েই খেলার পরামর্শ দিয়েছেন সঞ্জয় সেন। সন্ধ্যা ৭:৩০টায় হাইদরাবাদের গাচ্ছিবৌলি স্টেডিয়ামে শুরু হবে এই মারকাটারি ফাইনাল ম্যাচ। 

Comments :0

Login to leave a comment