senior national womens football championship

জাতীয় স্তরে সাফল্যের মুখে বাংলার মহিলা দল

খেলা

bengal womens football team will face manipur in the semifinal of senior national womens football championship ছবি প্রতীকী।

 

২৯তম ন্যাশনাল ফুটবল উইমেন্স চ্যাম্পিয়নশিপের ( রাজমাতা জিজাবাই ট্রফি ) সেমিফাইনালে প্রবেশ করল বাংলা দল । রামকৃষ্ণ মিশন আশ্রমের মাঠে হরিয়ানাকে ১-০ গোলে পরাস্ত করে বাংলা দল । ম্যাচের একমাত্র গোল সঙ্গীতা বাসফোরের । গ্রূপের অন্য ম্যাচে পাঞ্জাবকে ১০ -০ গোলে রেলওয়েস পরাজিত করলেও বাংলা ও হরিয়ানা গোলপার্থককে সেমিফাইনালে প্রবেশ করেছে । প্রথম সেমিফাইনালে গ্রূপ 'এ ' এর বিজয়ী মনিপুর মুখোমুখি হবে গ্রূপ ' বি ' এর দ্বিতীয় স্থানাধিকারী দল বাংলার । দ্বিতীয় সেমিতে গ্রূপ 'এ ' এর বিজয়ী দল হরিয়ানার মুখোমুখি হবে গ্রূপ ' বি ' এর দ্বিতীয় স্থানাধিকারী দল ওড়িশার । দুটি সেমিফাইনালের ম্যাচই হবে আগামী ২১ ডিসেম্বর শনিবারে ।

Comments :0

Login to leave a comment