২৯তম ন্যাশনাল ফুটবল উইমেন্স চ্যাম্পিয়নশিপের ( রাজমাতা জিজাবাই ট্রফি ) সেমিফাইনালে প্রবেশ করল বাংলা দল । রামকৃষ্ণ মিশন আশ্রমের মাঠে হরিয়ানাকে ১-০ গোলে পরাস্ত করে বাংলা দল । ম্যাচের একমাত্র গোল সঙ্গীতা বাসফোরের । গ্রূপের অন্য ম্যাচে পাঞ্জাবকে ১০ -০ গোলে রেলওয়েস পরাজিত করলেও বাংলা ও হরিয়ানা গোলপার্থককে সেমিফাইনালে প্রবেশ করেছে । প্রথম সেমিফাইনালে গ্রূপ 'এ ' এর বিজয়ী মনিপুর মুখোমুখি হবে গ্রূপ ' বি ' এর দ্বিতীয় স্থানাধিকারী দল বাংলার । দ্বিতীয় সেমিতে গ্রূপ 'এ ' এর বিজয়ী দল হরিয়ানার মুখোমুখি হবে গ্রূপ ' বি ' এর দ্বিতীয় স্থানাধিকারী দল ওড়িশার । দুটি সেমিফাইনালের ম্যাচই হবে আগামী ২১ ডিসেম্বর শনিবারে ।
Comments :0