Davis Cup

ডেভিস কাপে দল ঘোষণা ভারতের

খেলা

india-announce-their-squad in davis cup

অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশন বা সর্বভারতীয় টেনিস সংস্থা( AITA) শনিবার ঘোষণা করল আসন্ন ডেভিস কাপের ভারতীয় দল। আগামী ১-২ ফেব্রুয়ারি টোগোর বিরুদ্ধে ওয়ার্ল্ড গ্রূপ ১ এর প্লেঅফের ম্যাচ খেলা হবে। ভারতের শীর্ষ র‍্যাঙ্কিং সুমিত নাগাল ডেভিস কাপ খেলতে প্রত্যাখ্যান করায় সেই জায়গায় সুযোগ পেয়েছেন মুকুন্দ শশীকুমার। নির্বাসনের পর এই প্রতিযোগিতা ফিরলেন মুকুন্দ। তার বর্তমান র‍্যাঙ্কিং ৩৬৮। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন তামিলিয়ান রামানাথান রামকুমার (৩৯৩ র‍্যাঙ্কিং) , করণ সিং ( ৪৭৪ র‍্যাঙ্কিং )। এছাড়াও ডাবলসে সুযোগ পেয়েছেন শ্রীরাম বালাজি ( ৬৫ ) ও ঋত্বিক বল্লিপাল্লি ( ৭২ ) । অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত রাজপাল। কোচের ভূমিকা পালন করবেন আশুতোষ সিং।

Comments :0

Login to leave a comment