singur accident

সাইকেলে ধাক্কা বাইকের, মৃত ১.

জেলা

সিঙ্গুরের ইন্দ্রখালি এলাকায় সাইকেল নিয়ে রাস্তা পার হতে    গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। আহত বাইকের আরোহীরাও 

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক ধরে দু'জন বাইকে করে বর্ধমান মুখী রাস্তা ধরে যাচ্ছিলেন।  ঘটনার পরেই তিনজন ছিটকে পরে যায় রাস্তায়। পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তার মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।। পুলিশ জানিয়েছে মৃতের নাম মির সানিয়াদ (২২)।

বৃহস্পতিবার রাতের ঘঘটনায় আআতঙ্ক ররয়েছে ১৯ ননম্বর জজাতীয় সসড়কে।

Comments :0

Login to leave a comment