শনিবার হায়দরাবাদে বিজয় হাজারের ট্রফির ম্যাচে দিল্লির মুখোমুখি হবে বাংলা দল । সেই ম্যাচে চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মহম্মদ শামিকে । এমনটাই জানিয়েছে সিএবি ( ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল ) । টি টোয়েন্টি বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি । তারপর বেশ কয়েক মাস পর রঞ্জি ট্রফিতে ফিরেই খেলেছিলেন নিজের চেনা ছন্দে । নিয়েছিলেন ৭ টি উইকেট । পরে মুস্তাক আলী ট্রফিতেও নেন ১১টি উইকেট । সেই সময় হাঁটুতে কিছুটা ব্যাথা অনুভব করেন শামি । নিজেকে দ্রুত ফিট করে তোলার চেষ্টা করছেন শামি । তার মূল লক্ষ্য বর্ডার গাভাস্কার সিরিজ । বর্তমানে ৩ টি টেস্টের মধ্যে ২ টি টেস্টে একটি করে জয় পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া । তৃতীয় টেস্ট ড্র হয়েছে । বুমরাহ ও সিরাজ দুই পেসার ক্রমাগত উইকেট নিলেও , ভারতীয় দল মিস করছে বুমরাহ - সিরাজ - শামি ' ত্রয়ী 'কে । সাংবাদিক সন্মেলনে রোহিত জানিয়েছেন যে , চতুর্থ টেস্টে শামি অনিশ্চিত । তবে আগামী ৩ জানুয়ারি সিডনিতে শেষ টেস্টের আগেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চান শামি ।
Comments :0