muhammad shami

বিজয় হাজারের প্রথম ম্যাচে অনিশ্চিত শামি

খেলা

shami will not be playing against delhi in vijay hazare trophy on saturday ছবি প্রতীকি

 

শনিবার হায়দরাবাদে বিজয় হাজারের ট্রফির ম্যাচে দিল্লির মুখোমুখি হবে বাংলা দল । সেই ম্যাচে চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মহম্মদ শামিকে । এমনটাই জানিয়েছে সিএবি ( ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল ) । টি টোয়েন্টি বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি ।  তারপর বেশ কয়েক মাস পর রঞ্জি ট্রফিতে ফিরেই খেলেছিলেন নিজের চেনা ছন্দে । নিয়েছিলেন ৭ টি উইকেট । পরে মুস্তাক আলী ট্রফিতেও নেন ১১টি উইকেট । সেই সময় হাঁটুতে কিছুটা ব্যাথা অনুভব করেন শামি । নিজেকে দ্রুত ফিট করে তোলার চেষ্টা করছেন শামি । তার মূল লক্ষ্য বর্ডার গাভাস্কার সিরিজ । বর্তমানে ৩ টি টেস্টের মধ্যে ২ টি টেস্টে একটি করে জয় পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া । তৃতীয় টেস্ট ড্র হয়েছে । বুমরাহ ও সিরাজ দুই পেসার ক্রমাগত উইকেট নিলেও , ভারতীয় দল মিস করছে বুমরাহ - সিরাজ - শামি ' ত্রয়ী 'কে । সাংবাদিক সন্মেলনে রোহিত জানিয়েছেন যে , চতুর্থ টেস্টে শামি অনিশ্চিত । তবে আগামী ৩ জানুয়ারি সিডনিতে শেষ টেস্টের আগেই  ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চান শামি ।

 

Comments :0

Login to leave a comment