পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। উত্তরপ্রদেশের রায়বারেলিতে কাজ করতে গিয়েছিল ওই শ্রমিকরা। বুধবার কাজ করে ফেরার সময় রাস্তায় ডাম্পারের সঙ্গে দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হন। জানা গেছে রাতে কাজ সেরে ফিরছিলেন চার শ্রমিক। সেই সময় রাতের রাস্তায় দুর্ঘটনা ঘটে। চার জন ছিলেন এক বাইকে। মুখোমুখি ডাম্পারের সাথে ধাক্কা লাগে বাইকের। মৃত্যু হয়েছে রাহুল শেখ(২৪), হাসান সেখ(২৩) এবং কাইফ শেখ(১৯)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে সাইদ শেখ। সাইদ খড়িবোনা কেসিকে হাই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। প্রায় ১৯ দিন আগে ভগবানগোলা ২ ব্লকের চাঁদপুর গ্রাম থেকে কাজে গিয়েছিলেন শ্রমিকরা। হাসান সেখের দেড় বছরের কন্যাসন্তান রয়েছে। তিন জনই বিবাহিত। তিন শ্রমিকের মৃত্যুর খবর আসতেই পরিবারের আত্মীয়-স্বজন বাবা-মা পাড়া-প্রতিবেশীরা শোকাহত। শুক্রবার দেহ ফেরে গ্রামে। শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করেছেন পরিযায়ী শ্রমিক ইউনিয়নের নেতা কামাল হোসেন, প্রাক্তন বিধায়ক মহসীন আলি, সিআইটিইউ নেতা আনোয়ার সাদাত। শ্রমিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সিআইটিইউ।
Migrant Workers Death
তিন পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল চাঁদপুর গ্রামে
×
Comments :0