Bridge Korba

ছত্তিশগড়ের কোরবায় ৭০ ফুটের লোহার ব্রিজ উধাও রাতারাতি!

জাতীয়

ব্রিজের দৈর্ঘ্য ৭০ ফুট। ওজন অন্তত ১০ টন। ছত্তিশগড়ের কোরবা শহরে এমনই আস্ত লোহার ব্রিজ হাপিস হয়ে গিয়েছে রাতারাতি। 
ঘটনায় কোরবা শুধু নয়, রাজ্যের সীমানা ছাড়িয়েও প্রশ্ন উঠেছে এত বড় কেরামতি কার! 
কোরবা পুলিশ তদন্তে নেমে শনিবার বলেছে প্রায় ১৫ জনের একটি দুষ্কৃতীদল গ্যাস কাটার দিয়ে ব্রিজ ধাপে ধাপে কেটে খুলে নিয়েছে। 
কোরবার দধিপাড়া এলাকায় ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অবাক হয়েছিলেন গত ১৮ জানুয়ারি। সকালে উঠে দেখেছিলেন হাঁটা পথে চলাচলের জন্য তৈরি চল্লিশ বছরের পুরনো হাসদেও লেফট ক্যানেল ব্রিজ উধাও। কোরবার অতিরিক্ত সুপারের কাছে অভিযোগ জমা করেন স্থানীয় পৌর প্রতিনিধি। 
শনিবার পুলিশ জানিয়েছে যে ১৫ জনের দলটিতে স্থানীয় পাঁচজন রয়েছে। এদের গ্রেপ্তার করা হয়েছে। জেরা করে জানা গিয়েছে এই পরিকল্পনার মূল মাথা মুকেশ সাহু এবং আসলাম খান। এই দু’জনকে ধরা যায়নি ঘটনার প্রায় ছ’দিন পরও। জেরায় ধৃতেরা জানিয়েছে লোহা ভাঙাচোরা জিনিসপত্রের বাজারে বেচতে চুরিতে নামা হয়েছিল। একটি গাড়িতে করে কেটে নেওয়া ব্রিজের অংশ সরানো হয়েছে। 
কিন্তু এত বড় মাপের ব্রিজ উধাও পর্বে পুলিশের কারও নজরে পড়ল না কেন ঘটনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। রাজ্যে আসীন বিজেপি সরকার নাগরিকদের ওপর নজরদারিতে ব্যস্ত হলে নগরের সম্পত্তি রক্ষায় কতটা সজাগ, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Comments :0

Login to leave a comment