মঙ্গলবার রাতে বিহারের রামগড়চক থানা লক্ষীসরাইয় এলাকায় ট্রাক ও অটোর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৯ জন। ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। পুলিশ জানিয়েছে, ১৫ জন যাত্রী নিয়ে অটোটি লক্ষীসরাই থেকে সিকান্দ্রার দিকে যাচ্ছিল। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত নয়জনের মধ্যে অটো চালকের নাম মনোজ কুমার বলে পুলিশ জানিয়েছে। বাকি আটজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে জানা যাচ্ছে, মঙ্গলবার রাত পৌনে দুটো নাদাদ একটি অটোয় ১৫ জন যাত্রী নিয়ে সিকান্দ্রার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নিহত ও আততেরা সকলেই জামালপুর থানা এলাকার বাসিন্দা। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠানো হলেও গুরুতর অবস্থার কারণে তাদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘাতক ট্রাকটি খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Bihar Accident
বিহারে ট্রাক ও অটোর সংঘর্ষে নিহত ৯
×
Comments :0