HYDERABAD VS EAST BENGAL KOLKATA

হারের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল

খেলা

ISL GOA BENGALURU INDIAN FOOTBALL EAST BENGAL HYDERABAD

পরাজয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলে। শুক্রবারও ফের পয়েন্ট খুইয়ে ক্লাব তাবুতে ফিরতে হল লাল হলুদ খেলোয়াড়দের। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদের মুখোমুখি হয় ইস্টবেঙ্গল। 

ম্যাচের ৯ মিনিটের মাথায় হায়দরাবাদকে ১-০ গোলে এগিয়ে দেন জাভিয়ার সিভেরিও। তারপর সারা ম্যাচ জুড়ে চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি স্টিভেন কনস্ট্যানটাইনের টিম। বরং ইস্টবেঙ্গলের শতছিন্ন মাঝমাঠ এবং ডিফেন্স লাইনের দুর্বলতার সুযোগ নিয়ে সংযুক্ত সময়ের ৩ মিনিটের মাথায় হায়দরাবাদের হয়ে দ্বিতীয় গোলটি করে যান অ্যারেন ডি’সিলভা। 

শেষ পাঁচ ম্যাচে ৪টিতেই হেরেছে ইস্টবেঙ্গল। বর্তমানে ১১দলের লিগে নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অপরদিকে এদিনের ম্যাচ জেতার ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ।  

Comments :0

Login to leave a comment