METRO DEATH

মেট্রো রেলের উদাসীনতায় মৃত্যু হলো এক ব্যক্তির

জেলা

মঙ্গলবার সকালে হাওড়া মেট্রো রেলের স্টেশনের ভিতরে বিনা চিকিৎসায় মৃত্যু হলো ডব্লু বি এস ই ডি সি এল’র সহকারী ইঞ্জিনিয়ার বিশ্বজিত পাকড়াশীর( ৫১)। বিশ্বজিত পাকড়াশীর সহকর্মী সঞ্জয় চক্রবর্তী বলেন, এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের ভিতরে লিফটের সামনে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে দেখে সাধারণ মানুষের সাহায্য চাওয়ার পরও কোন যাত্রী সাহায্য না করে এড়িয়ে চলে যায়। তিনি বলেন, বাধ্য হয়ে রেলের স্টেশন আধিকারিকদের কাছে চিকিৎসা সংক্রান্ত সাহায্য চাইলোও কোন সাহায্য রেল আধিকারিকদের কাছ থেকে পাওয়া যায়নি। কয়েকজন নিরাপত্তা কর্মী শুধুমাত্র এসে দেখে চলে যান বলে অভিযোগ সঞ্জয় বাবুর। তিনি জানান দীর্ঘক্ষণ স্টেশনের ভিতরে পড়ে থাকার পর রেলের কয়েকজন নিরাপত্তা কর্মী অসুস্থ বিশ্বজিত পাকড়াশীকে ধরে একটি ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় অক্সিজেনের ব্যবস্থা থাকলেও অক্সিজেন দেওয়ার কোন মাক্স নেই। নেই কোন চিকিৎসক। ফলে বাধ্য হয়ে সঞ্জয় বাবুর একক প্রচেষ্টায় একজন নিরাপত্তা কর্মীর সাহায্যে অসুস্থ বিশ্বজিত পাকড়াশীকে ট্যাক্সি করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলবারের ঘটনা প্রমাণ করলো কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক মেট্রো রেল চলাচল করলেও মেট্রো স্টেশনের ভিতরে কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে তার জন্য নূন্যতম চিকিৎসা ব্যবস্থা রাখেননি মেট্রো রেল। একজন যাত্রী যখন অসুস্থ অবস্থায় স্টেশনের ভিতরে পড়ে রয়েছেন তাঁকে সাহায্য না করে হাজার হাজার যাত্রী দৌড়াচ্ছেন কর্মস্থলের উদ্দেশ্যে। প্রাথমিক চিকিৎসার কোন ব্যবস্থা না রেখে শুধুমাত্র অত্যাধুনিক রেল চালানো কি রেলের কাজ এই প্রশ্ন করছেন মৃত বিশ্বজিত পাকড়াশীর সহকর্মীরা।

Comments :0

Login to leave a comment