R G Kar Protest

বিচার চেয়ে প্রতিবাদ দত্তপুকুরে

জেলা

সুভাষ পারিয়াল-  দত্তপুকুর

আর জি কর কান্ডের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের মিছিল হয়। দুষ্কৃতীদের দ্বারা প্রমাণ লোপাটের উদ্দেশ্য নিয়ে আরজি কর হাসপাতালে ভাঙচুর ও পুলিশের নির্লজ্জ নীরবতার সাক্ষী রইল রাজ্য। নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে শনিবার রাতে শান্তিপূর্ণ মিছিলে করলেন উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের নরসিংহপুর ও জিরাট গ্রামের শতাধিক মানুষ। নরসিংহপুর মেঘনাথ স্কুলের সামনে থেকে রাত নটায় মিছিল চলা শুরু করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, কারার ওই লৌহ কপাট, ভারত আমার ভারতবর্ষ গান গেয়ে এগিয়ে চলে মিছিল। নরসিংহপুর হরিতলা ঘুরে জিরাটের ভিতর দিয়ে দত্তপুকুর স্টেশন সংলগ্ন বল খেলার মাঠ হয়ে জমায়েত ব্যায়াম সমিতি হয়ে  কালাচাঁদপাড়া প্রায় ৮ কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিল।

 মহিলা চিকিৎসককে ধর্ষণ ও পৈশাচিকভাবে খুনের ঘটনার অপরাধীদের কঠিন শাস্তি  এবং এবং সর্বত্র মহিলাদের নিরাপত্তা অধিকারের দাবি জানিয়ে মিছিল থেকে স্লোগান ওঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’। মোবাইলের আলো মোমবাতি জ্বালিয়ে মিছিল এগিয়ে যায়। সমাজের নানান অংশের মানুষ যোগ দেন মিছিলে। বিচার চাই স্লোগান তুলে অধিকার প্রতিষ্ঠায় লড়াইতে নেমেছেন দত্তপুকুরের সকল মানুষেরা। মিছিলে অংশগ্রহণকারী বিজয় ঘোষ, ঝুমা ঘোষ, প্রদীপ ঘোষ, নিমাই চন্দ্র ঘোষ, সুপর্ণা মুখার্জি'র বক্তব্য" এটা বিভেদ নয়, একত্রিত হওয়ার সময়। হাতে হাত রেখে মিলি একসাথে বলছি, 'উই ওয়ান্ট জাস্টিস’। আমরা তত দিন এই আন্দোলন চালিয়ে যাব যত দিন না বিচার হচ্ছে , নাহলে আবার সেই কিছু দিন পর সব কিছু চেপে যাবে।"

Comments :0

Login to leave a comment