বুধবার এ এফসি চ্যালেঞ্জ লিগে আর্কাদাগের কাছে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ২-১। ম্যাচের প্রথম ২ মিনিটের মধ্যেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মেসি বাউলি। প্রথমার্ধেই ফের একবার ইস্টবেঙ্গলের হয়ে লাল কার্ড দেখেন চুংনুংগা। দ্বিতীয়ার্ধের শেষের দিকে ৮৮ মিনিটে দুর্দেভ একটি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান । পরবর্তীতে হাইড্রোর গোলে ম্যাচ জিতে নেয় আর্কাদাগ। দুই পর্ব মিলিয়ে মোট ৩-১ ব্যাবধানে জিতল আর্কাদাগ।
AFC Challenge League
এ এফসিতে যাত্রা শেষ ইস্টবেঙ্গলের

×
Comments :0