ANAYAKATHA | TAPAN KUMAR BIRAGYA | NAME SARASWATI | MUKTADHARA — 2025 FEBRUARY 9

অন্যকথা | তপন কুমার বৈরাগ্য | সরস্বতীর বিভিন্ন নামের অর্থ | মুক্তধারা | ২০২৫ ফেব্রুয়ারি ৯

সাহিত্যের পাতা

ANAYAKATHA  TAPAN KUMAR BIRAGYA  NAME SARASWATI  MUKTADHARA    2025 FEBRUARY 9

অন্যকথা | মুক্তধারা

সরস্বতীর বিভিন্ন নামের অর্থ
তপন কুমার বৈরাগ্য

সরস্বতী জ্ঞান,সংগীত,শিল্পকলা,প্রজ্ঞা, বিদ্যার্জনের দেবী।
সরস্বতীর বিভিন্ন নাম আছে।সরস্বতীর মতন এতো নাম
কোনো দেবীর নেই।তিনি আমাদের চোখে জ্ঞানের আলো
জ্বেলে দেন।তার বিভিন্ন নামের মধ্যে আছে সার্থকতা।
বিদ্যাদেবী:যিনি অপরকে বিদ্যা দান করেন।
সারদা:এর অর্থ বীণাবিশেষ।
ইলা:বাক্য বা বাণী।
শতরূপা:যিনি বহুবর্ণে বিরাজিতা।
বীণাপাণি:যার হাতেতে বীণা আছে।
বীণাবাদিনী:যিনি বীণা বাজায়।
হংসবাহিনী--যে দেবীর বাহন হাঁস।
বাণী:কথা বা উক্তি।
ভারতী: এর অর্থ বাণী, বাক্য, কথা,ভাষা।
অম্বিকা:এর অর্থ জননী,আবার কেউ কেউ বলেন দুর্গা।
বাগ্দেবী:বাক্ শক্তির অধিষ্ঠাত্রী দেবী।
চন্দ্রিকা--জ্যোৎস্না,আলোকদায়িনী ব্যাখ্যা।
গোমতী:অযোধ্যা অঞ্চলের নদীবিশেষ।
হামসাসন:হাঁসের ভঙ্গি।
সৌদামিনী:বিদ্যুৎ বা তড়িৎ।
শ্বেতাম্বরা: শুভ্রবসন ধারণ করেন যিনি তিনিই তো সরস্বতী।
সুভদ্রা: যিনি মহিমান্বিত এবং সৌভাগ্যবতী।
বৈষ্ণবী--বিষ্ণুর উপাসক নারী।যার মধ্যে আছে বৈষ্ণবী
বিনয় এবং বৈষ্ণবী দীনতা।
বসুধা:যার অর্থ পৃথিবী। 
মহাশ্বেতা:পুরোপুরি সাদা মেয়ে।যিনি দেবী সরস্বতী।
হংসেশ্বরী: হাঁস যার বাহন সেই দেবী।তিনি হলেন জ্ঞানের
দেবী সরস্বতী। 

Comments :0

Login to leave a comment