AFC Challenge League

আর্কাদাগে জয়ের ব্যাপারে আশাবাদী অস্কার

খেলা

Arkadag FK vs Eastbengal FC -AFC-Challenge-League

বুধবার আর্কাদাগের বিরুদ্ধে নামার আগে মঙ্গলবারের প্রেস কনফারেন্সে বেশ আশাবাদী শোনালো ইস্টবেঙ্গল কোচ অস্কারকে। তিনি বললেন ' আমরা আইএসএলে যেরকম মাঠে খেলতে অভ্যস্থ এখানে মাঠের পরিস্থিতি একদমই ভিন্ন '। এশিয়ান পর্যায়ে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। এব্যাপারে অস্কার জানান ' এই প্রতিযোগিতার সেমিফাইনালে খেলেছে ইস্টবেঙ্গল দল ।ভারত থেকে একমাত্র ইস্টবেঙ্গল দলই আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরমেন্স করেছে । তাই কালকের ম্যাচ আমরা জিততে চাই এবং আমরা সেই অগ্রগমণ ধরে রাখতে চাই '।

আর্কাদাগের অতিরিক্ত নিরাপত্তা বলয়ে জর্জরিত ইস্টবেঙ্গল দল। থাকার জায়গা থেকে শুরু করে খাওয়া সব কিছুতেই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে আর্কাদাগের পক্ষ থেকে। ফুটবলারদের মিলছেনা বাইরে বেরোনোর অনুমতিও। ফলে মাঠে বল গড়ানোর অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছি আওয়ে দলকে মানসিকভাবে চাপে ফেলার খেলা। তবে বুধবার এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠে ইস্টবেঙ্গল জয়ের সরণিতে ফিরতে চাইবে। কলকাতায় ১-০ গোলে হারের ফলে তুর্কমেনিস্তানে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। একগোলের ব্যবধান হলে খেলা গড়াবে অতিরিক্ত সময় এবং পরবর্তীতে টাইব্রেকারে ।    

Comments :0

Login to leave a comment